Home> বিনোদন
Advertisement

SOS কলকাতার গান 'হার মানবো না'র 'বিহাইন্ড দ্যা সিন'এ ধরা পড়ল যশ-নুসরত রসায়ন

গানের 'বিহাইন্ড দ্যা সিন' ভিডিয়ো প্রকাশ করলেন সাংসদ-অভিনেত্রী নুসরত।

SOS কলকাতার গান 'হার মানবো না'র 'বিহাইন্ড দ্যা সিন'এ ধরা পড়ল যশ-নুসরত রসায়ন

নিজস্ব প্রতিবেদন : শনিবারই মুক্তি পেয়েছে যশ দাশগুপ্ত-নুসরত জাহান অভিনীত SOS কলকাতার গান 'হার মানবো না'। যেখানে অন্যরকম মেজাজে ধরা পড়েছেন নুসরত ও যশ। গান মুক্তির পর রবিবার নিজের ইউটিউব চ্যানেলে গানের 'বিহাইন্ড দ্যা সিন' ভিডিয়ো প্রকাশ করলেন সাংসদ-অভিনেত্রী নুসরত।

 ছবিতে অ্যান্টি টেররিজ়ম স্কোয়াডের অফিসারের ভূমিকায় দেখা যাবে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানকে।  'হার মানবো না' গানের 'বিহাইন্ড দ্যা সিন' এর ভিডিয়োতে ধরা পড়ছে নুসরত ও যশের রসায়ন। ভিডিয়ো বেশ রাফ অ্যান্ড টাফ লুকে ধরা পড়লেন নুসরত। চলুন দেখে নেওয়া যাক...

আরও পড়ুন-সূর্য ডোবার পর সন্ধেয় শুরু শ্যুটিং, 'ড্রাকুলা স্যার'-এর শেষদিনের ভিডিয়ো পোস্ট মিমির

আরও পড়ুন-নবরাত্রি শুরু, উৎসবের প্রথমদিনে মারাঠি নববধূর বেশে ধরা দিলেন অঙ্কিতা লোখান্ডে

আরও পড়ুন-মুম্বইয়ের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো এবার ভার্চুয়াল 

'হার মানবো না' গানটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রতীক কুণ্ডু। প্রসঙ্গত, এনা সাহার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেইনমেন্ট ও প্রত্যুষ প্রোডাকশনের যৌথ প্রযোজনায় এবছর পুজোতেই মুক্তি পাচ্ছে 'SOS KOLKATA'। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার।  সাংসদ হওয়ার পর এই ছবিতেই প্রথমবার একসঙ্গে দেখা যেতে চলেছে মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে। পরিচালক অংশুমান প্রত্যুষের এই ছবিতে মিমি, নুসরতের বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে। প্রযোজনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করেছেন এনা সাহা। ছবিতে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, রাজকুমার পাত্র সহ আরও অনেকেই।

Read More