Home> বিনোদন
Advertisement

বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন নুসরত

বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের আধিকারিকের সঙ্গে বৈঠক সারলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।

বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন নুসরত

নিজস্ব প্রতিবেদন: বর্তমান করোনা আবহে রাজ্য সহ গোটা দেশের স্বাস্থ্য পরিষেবাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ ও আলোচ্য বিষয়। এই পরিস্থিতিতে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের আধিকারিকের সঙ্গে বৈঠক সারলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।

নিজের বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক করেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের আধিকারিক, CMOH, SDO সহ অন্যান্য সরকারি আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের বৈঠক সারেন নুসরত। তারই ছবিও ও ভিডিয়ো নিজেই তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাংসদ, অভিনেত্রী। নুসরত লিখেছেন, বৈঠকে COVID-19 ছাড়াও লকডাউন ইস্যুতে আলোচনা হয়েছে। এই মুহূর্তে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সৈনিকদের ধন্যবাদও জানিয়েছেন নুসরত।

আরও পড়ুন-লকডাউনে শ্যুটিং বন্ধ, আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন? মুখ খুললেন 'নাগিন' অভিনেত্রী সায়ন্তনী

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

নুসরত জাহান যে বাড়িতে থেকেও নিজের দায়িত্ব পালন করছেন সেটাই তুলে ধরেছেন সাংসদ অভিনেত্রী। প্রসঙ্গত, এর আগে করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে সচেতন করার জন্যও বিভিন্ন বার্তা দিয়েছেন অভিনেত্রী। 

আরও পড়ুন-'বীরজারা', 'ফ্যান' সহ বলিউডে বেশকিছু ছবির শ্যুটিং হয়েছে তারকাদের বাড়িতেই

Read More