Home> বিনোদন
Advertisement

Nusrat Jahan: সোশ্যাল মিডিয়ায় একাধিক ফ্যান পেজ, জন্ম থেকেই 'তারকা' Yishaan

২৬ অগাস্ট কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে ঈশান। 

Nusrat Jahan: সোশ্যাল মিডিয়ায় একাধিক ফ্যান পেজ, জন্ম থেকেই 'তারকা' Yishaan

নিজস্ব প্রতিবেদন: জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার তারকা হয়ে উঠেছে নুসরত জাহানের (Nusrat Jahan) ছেলে ঈশান (Yishaan)। নেটিজেনদের কেউ কেউ তাকে নাম দিয়েছেন 'কলকাতার তৈমুর'। যেভাবে বলিউডে করিনা কাপুর খানের ছেলে তৈমুরকে ঘিরে দেখা গিয়েছিল উচ্ছ্বাস কিছুটা সেরকমই পরিস্থিতি ঈশানের ক্ষেত্রে। এমনটাই দাবি নেটিজেনদের।  ইতিমধ্য়েই তার নামে খোলা হয়েছে একাধিক ফ্যান পেজ। কোনও পেজের নাম ঈশান জাহান আবার কোনও পেজের নাম আবার ঈশান ফ্যান পেজ। সেইসব পেজে ধীরে ধীরে বাড়ছে লাইকের সংখ্যাও। শুধু ফ্যানপেজই নয়, তৈরি হয়েছে ফ্যান ক্লাবও। তবে শুধু ফ্যান ক্লাবই নয় জন্মের পর থেকেই বিতর্কের মুখে একরত্তি। মা নুসরতের পাশাপাশি তাকেও ট্রোল করতে ছাড়ছে না ট্রোলাররা। 

আরও পড়ুন: ২৬ দিন পর রেহাই, জামিন পেলেন বাংলাদেশের অভিনেত্রী Pori Moni

গত বৃহস্পতিবার পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। ছেলের নামকরণ করেন ঈশান। তবে তাঁর নামের ইংরাজি বানান শুরু Y দিয়ে। তাহলে কি প্রকারান্তরে মা নুসরত জানিয়ে দিলেন যে ঈশানের বাবা যশ দাশগুপ্ত! নামকরণ থেকেই বিতর্কের মুখে নবজাতক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল যে ছোট্ট ঈশানের একা হাতেই খেয়াল রাখছেন তাঁর মা। তবে সোমবার সদ্যোজাতকে কোলে করে হাসপাতাল থেকে গাড়িতে উঠলেন নুসরতের বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। অতএব বোঝাই যাচ্ছে একা মা নন, ঈশানের যথাযথ খেয়াল রাখছেন যশও।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Read More