Home> বিনোদন
Advertisement

কোহলির জন্য নগ্ন হতেও যার আপত্তি নেই, তিনি এবার বিগ বসে

কোহলির জন্য নগ্ন হতেও যার আপত্তি নেই, তিনি এবার বিগ বসে


ওয়েব ডেস্ক: কথায় কথায় নগ্ন হওয়ার ইচ্ছে প্রকাশ করা এই মডেলের অভ্যাস। কখনও আফ্রিদি কখনও কোহলি, 'মওকা' পেলেই 'চওকা' মারতে এনার জুরি মেলা ভার। এই পাকিস্তানি মডেলই নাকি এবার প্রতিযোগী হিসেবে আসতে চলেছেন বিগ বসে।

সলমন খানের সঞ্চালিত বহু প্রচলিত রিয়্যালিটি শো বিগ বসে দশেই নাকি দেখা যাবে কান্দিল বালুচকে। নিজের ফেসবুকের পাতায় বিগ বস নিয়ে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন কান্দিল।

fallbacks

অবশ্য পাকিস্তানের কোনও মডেল বিগ বসে এই প্রথমবার নয়। পাকিস্তানের প্রখ্যাত মডেল বীণা মালিক ২০০৪ বিগ বসে এসেছিলেন প্রতিযোগী হয়েই।  

Read More