নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিনের বন্ধু অর্জুন দেবের সঙ্গে কিছুদিন আগেই ৭ পাকে বাঁধা পড়েছেন পাওলি দাম। ঘটা করে কলকাতার তাজ বেঙ্গল হোটেলে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান। তারপর শ্বশুরবাড়ি গুয়াহাটিতে রিসেপশনও হয়েছে ঘটা করে। সাত পাকে বাঁধা পড়ার পর আপাতত হাবি অর্জুনের সঙ্গে দুবাইতে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন নববধূ পাওলি।
ক্রিসমাসের আগে আলোয় সেজে উঠেছে দুবাই। মধুচন্দ্রিমায় গিয়ে মুগ্ধ পাওলি দুবাইয়ের সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল সাইটে।
The festive fervour multiplies when Christmas, New Year Celebrations coincides with your Honeymoon.
— With Love Paoli (@WithLovePaoli) December 22, 2017
These pics are major goals!#DubaiDiaries
~ Team @paoli_d pic.twitter.com/rG80aRzKhY
Jingles on the way at Madinat Jumeirah, Dubai..
— With Love Paoli (@WithLovePaoli) December 22, 2017
Basking in the holiday spirit to the fullest.
We're totally crushing on our Diva's #HoneymoonDiaries@paoli_d pic.twitter.com/jSUdWkjw0J
#CoupleGoals
— With Love Paoli (@WithLovePaoli) December 16, 2017
Can't get enough of them! @paoli_d pic.twitter.com/eirKMrNuXx
জানা গিয়েছে মধুচন্দ্রিমা সেরে কলকাতায় ফেরার পর হাবি অর্জুনের সঙ্গে বালিগঞ্জের বাড়িতেই থাকবেন পাওলি এবং আগেই মতোই ফের কাজেও যোগ দেবেন তিনি।