Home> বিনোদন
Advertisement

Parambrata-Piya: ডাবলিনে হানিমুনে পরমব্রত-পিয়া...

Parambrata-Piya: গত ২৭ নভেম্বর বাড়িতে পরিবারের উপস্থিতিতেই আইনি বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজকর্মী পিয়া চক্রবর্তী। এই খবর সামনে আসার পরেই তাঁদের বিয়ে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। কোথায় গেলেন হানিমুনে, এই প্রশ্ন উঠতেই জবাব দিয়ে দিলেন পিয়া।

Parambrata-Piya: ডাবলিনে হানিমুনে পরমব্রত-পিয়া...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়(Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী(Piya Chakraborty)। বিয়ের পরেরদিনই অস্ত্রোপচার হয় সমাজকর্মী ও গায়িকা পিয়ার। এরপরেই পরমব্রতর সঙ্গে বিদেশে পাড়ি দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, হানিমুনে আয়ারল্যান্ড গেছেন তাঁরা। আগে থেকেই তাঁদের হানিমুনের পরিকল্পনা ছিল, সেই কারণেই এবছর ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সঞ্চালনা করতে দেখা যাবে না পরমব্রত চট্টোপাধ্যায়কে। এবার পিয়ার পোস্টে জানা গেল ডাবলিনে ঘুরছেন তাঁরা।

আরও পড়ুন- Anil Kapoor | KIFF2023: কাজ চেয়েও সুযোগ পাননি তরুণ মজুমদার-মৃণাল সেনের ছবিতে! কলকাতার স্মৃতিচারণায় অনিল কাপুর...

গত ২৭ নভেম্বর বাড়িতে পরিবারের উপস্থিতিতেই আইনি বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজকর্মী পিয়া চক্রবর্তী। এই খবর সামনে আসার পরেই তাঁদের বিয়ে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। টানা দু-তিন দিন সামাজিক যোগাযোগ মাধ্যম দখলে ছিল এই জুটির। পাশাপাশি পিয়া চক্রবর্তীর প্রাক্তন স্বামী জনপ্রিয় গায়ক অনুপম রায়কে নিয়ে আলোচনা শুরু হয়।

অনুপম জানান যে পিয়া যে বিয়ে করছেন তা আগে থেকেই তাঁর জানা ছিল। এমনকী সূত্রের খবর তিনি আগেই অভিনন্দন জানিয়েছিলেন পিয়াকে। পিয়া পরমের বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় অনুপমের প্রতি অনেকেই সমব্যথী হয়ে ওঠেন। অন্যদিকে হাসিমুখে ভাইজ্যাগ ভ্রমণের ছবি পোস্ট করতে থাকেন গায়ক। বাবা-মার সঙ্গে ভাইজ্যাক ঘুরতে গিয়েছেন তিনি।

fallbacks

অন্যদিকে এসব নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই খবর পাওয়া যায় বিয়ের পরদিন হাসপাতালে ভর্তি হতে হয়েছে পিয়াকে। কিডনিতে পাথরের জন্য বেশ কয়েকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় তাকে। তবে অনেকেই জানতে আগ্রহী ছিলেন হানিমুনে কোথায় যাচ্ছেন তাঁরা? নাকি অস্ত্রোপচারের পর বাড়িতেই থাকবেন পিয়া? সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছেন পিয়া। ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন, “ডাবলিনে এখন বড়দিনের মরসুম।’সেই ছবি দেখেই জানা যায়, পরমব্রত আর পিয়া মধুচন্দ্রিমায় ইউরোপে গিয়েছেন।

আরও পড়ুন- Natak Daibaddha: টানা ৩২ বছর ৭০৬ প্রযোজনার পরে থেমে গেল 'দায়বদ্ধ'! কেন?

হানিমুন সেরে শীঘ্রই শহরে ফিরবেন পরম-পিয়া। কারণ ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সঞ্চালনা না করলেও এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সঞ্চালনা করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও শোনা যাচ্ছে ২৪ ডিসেম্বর কলকাতায় রিসেপশন পার্টি দেবেন তারকা। তবে আপাতত আয়ারল্যান্ডে হানিমুন কাটাচ্ছেন নবদম্পতি।

 

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More