Home> বিনোদন
Advertisement

Srijato-Parambrata-Sohini: বইপাড়া-ট্রাম-কবিতা নিয়ে শ্রীজাতর দ্বিতীয় ছবি, ৭ বছর পর জুটিতে পরমব্রত-সোহিনী

Srijato-Parambrata-Sohini: আগামী ৬ জানুয়ারি প্রথম ছবি ‘মানবজমিন’ মুক্তির আগেই কবি-পরিচালক জানালেন তাঁর দ্বিতীয় ছবির কথা। প্রথম ছবির মতোই দ্বিতীয় ছবিতেও পরিচালক শ্রীজাত জোট বেঁধেছেন প্রযোজক রাণা সরকারের সঙ্গে।

Srijato-Parambrata-Sohini: বইপাড়া-ট্রাম-কবিতা নিয়ে শ্রীজাতর দ্বিতীয় ছবি, ৭ বছর পর জুটিতে পরমব্রত-সোহিনী

Srijato, Parambrata Chatterjee, Sohini Sarkar, সৌমিতা মুখোপাধ্যায়: কলেজ স্ট্রিট আর ট্রাম, এমন দুই বন্ধু যাঁদের সম্পর্ক চিরদিনের। বইপাড়ার বুক চিরে গড়িয়ে যাওয়া ট্রাম যে কত ইতিহাসের সাক্ষী তা ঠাহর করা বেশ মুশকিল। বইপাড়া আর ট্রামের এই একে অপরের সঙ্গে জড়িয়ে থাকাই যেন হয়ে উঠেছে আস্ত একটা কবিতা। এবার এই বইপাড়া, ট্রাম আর কবিতা নিয়ে শ্রীজাত লিখলেন এক প্রেমের গল্প। বইয়ের পাতায় নয়, সেই প্রেমের গল্প উঠে আসবে পর্দায়। আগামী ৬ জানুয়ারি প্রথম ছবি ‘মানবজমিন’ মুক্তির আগেই কবি-পরিচালক জানালেন তাঁর দ্বিতীয় ছবির কথা। প্রথম ছবির মতোই দ্বিতীয় ছবিতেও পরিচালক শ্রীজাত জোট বেঁধেছেন প্রযোজক রাণা সরকারের সঙ্গে।

আরও পড়ুন-Jhilam Gupta: করণ জোহরের ছবিতে বলিউডে ঝিলম! শ্যুটিং শুরু জানুয়ারিতে!

শ্রীজাত দ্বিতীয় ছবির নাম রেখেছেন ‘চল রাস্তায় সাজি ট্রাম লাইন’। 'অটোগ্রাফ' ছবির গান শ্রীজাতর লেখা চল রাস্তায় সাজি ট্রাম লাইন ছিল সুপারহিট। এবার সেই গানের কথা থেকেই নিজের দ্বিতীয় ছবির নামকরণ করেছেন শ্রীজাত। এই ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আমার আর রাণার পরের ছবি। দুজন মানুষকে প্রধান চরিত্রে পেয়েছি। তাঁরা সানন্দে রাজি হয়েছেন। পরমব্রত চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। গল্পটা বইপাড়াকে কেন্দ্র করে। ছবির অন্যতম প্রধান চরিত্র ট্রাম। তাই এই নামকরণ। এছাড়া প্রধান চরিত্রে রয়েছেন এক কবি। আগামী বছরের মাঝামাঝি সময়ে শ্যুটিং শুরু হবে। আপাতত চিত্রনাট্য লেখার কাজ চলছে।’

fallbacks

ছবির মুখ্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানান, ‘আমার মানবজমিন করে খুব ভালো লেগেছে। শ্রীজাতদার সঙ্গে শৈল্পিক ভাবনাচিন্তার মিল পাই। যে ভাবনাটা প্রাথমিকভাবে শুনেছি, খুব ভালো লেগেছে। সেটা মানবজমিনের থেকেও বেশি ভালো লেগেছে আমার। জানি না, কবে কীভাবে কাজটা হবে তবে কাজটা নিশ্চয় করব।’ অন্যদিকে সোহিনী সরকার বলেন, ‘এই ছবিতে রাণাদা ও শ্রীজাতদার সঙ্গে প্রথম কাজ করব। আমি মানবজমিন দেখার অপেক্ষায় আছি। প্রায় আটবছর পর আবার পরমদার সঙ্গে কাজ করব। আশা করি খুবই ভালো হবে। শ্রীজাতদা আমার খুবই পছন্দের কবি, তাঁর পরিচালনায় কাজ করার জন্য মুখিয়ে আছি। ভালো কিছুর অপেক্ষায় আছি।’

আরও পড়ুন-Anirban Bhattacharya: ‘সমস্ত অভিনেতারা চলুন এক যোগে মার খাওয়ার আবেদন জানাই’ বিস্ফোরক অনির্বান

প্রযোজক রাণা সরকার বলেন, ‘শ্রীজাতর প্রথম সিনেমা মানবজমিন মুক্তি পাচ্ছে আগামী ৬ জানুয়ারি। তার আগেই আমি আর শ্রীজাত পরবর্তী সিনেমা বানানো চূড়ান্ত করে ফেললাম। ছবির নাম 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন'। মূল চরিত্রে অভিনয় করবেন পরমব্রত ও সোহিনী সরকার। শুটিং শুরু হবে পরের বছর। কলেজ স্ট্রিট-বইপাড়া, কলকাতার ট্রাম, কবিতা নিয়ে একটি প্রেমের গল্প আমরা দর্শকের জন্য তৈরি করব, সকলের শুভেচ্ছা কামনা করছি।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More