Home> বিনোদন
Advertisement

লকডাউনে বিপদের মুখে যৌনকর্মীরা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিলেন পরমব্রত

  যৌনপল্লী সোনাগাছির যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

লকডাউনে বিপদের মুখে যৌনকর্মীরা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিলেন পরমব্রত

নিজস্ব প্রতিবেদন :  করোনার জেরে গোটা দেশে লকডাউন। এই পরিস্থিতিতে আর পাঁচজন সাধারণ খেটে খাওয়া মানুষের মতোই কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন কলকাতার যৌনকর্মীরা। কঠিন এই সময়ে কলকাতার সর্ববৃহৎ যৌনপল্লী সোনাগাছির যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

নিজের টুইটার হ্যান্ডেলে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় লিখেছেন, ''এই পরিস্থিতিতে ওদের কাজ নেই। লকডাউনের এই সময় কাজের অভাবে ক্ষতিগ্রস্ত এই সমস্ত মানুষদের সাহায্যের চেষ্টা করছি। দূর্বার সদস্যদের মাধ্যমে কলকাতাক যৌনপল্লীর বাসিন্দাদের পরিবারের কাছে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিলাম।''

আরও পড়ুন-মুক্তি পেল 'ঝড় থেমে যাবে একদিন', বাড়িতে বসেই ছবির শ্যুটিং করলেন প্রসেনজিত, ঋতুপর্ণা, পরমব্রত, রুক্মিণীরা

সোনাগাছির যৌনকর্মীদের দের চাল, ডাল, তেল, মুড়ি, নুন সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনেতার এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই।

আরও পড়ুন-'সহজকে নিয়েই সময় কাটছে, ছবি আঁকাটা আবার শুরু করেছি', বললেন প্রিয়াঙ্কা

fallbacks

প্রসঙ্গত, সম্প্রতি 'দ্বিতীয় পুরুষ' ছবিতে পুলিস অফিসার অভিজিৎ পাকরাশির ভূমিকায় নজর কেড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি টলিউডের দৈনিক রোজগেরে কলাকুশলীদের জন্য তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি 'ঝড় থেমে যাবে একদিন'-এও অভিনয় করছেন পরমব্রত।

আরও পড়ুন-নববর্ষে HIV পজিটিভ শিশুদের পাশে সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী

Read More