জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘কাস্টিং কাউচ’(Casting Couch) নিয়ে নানা সময়ে ভয়ংকর সব অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রীরা। বিশেষ করে বলিউডের একাধিক অভিনেত্রীর মুখে উঠে এসেছে কাস্টিং কাউচের কথা। বলিউডে (Bollywood) কাজ পেতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কুপ্রস্তাব পাওয়ার ঘটনা কম নয়। সেখানে নাম জড়িয়েছে অনেক পরিচিত পরিচালক প্রযোজকের নামও। এরকমই ভয়ংকর অভিজ্ঞতার শিকার অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণান (Indira Krishnan)। একবার নয়, একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন বলে দাবি অভিনেত্রীর।
সম্প্রতি ‘বলিউড বাবল’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। অভিনেত্রী বলেন, ‘আমি শুধু একবার নয়, বহুবার এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছি। আমি বলব না যে, হিন্দি চলচ্চিত্র শিল্পে বা মুম্বইতেই এই ধরনের ঘটনা বেশি ঘটে। আমি তো দক্ষিণী চলচ্চিত্রে এই ধরনের পরিস্থিতির মুখে বহুবার পড়েছি! একজন বড় চলচ্চিত্র প্রযোজক আমাকে একটি খুব বড় প্রোজেক্টের জন্য নির্বাচিত করেছিলেন। সেই ছবি নিয়ে আমাদের কিছু মতপার্থক্য ছিল। কিন্তু আমি সেই প্রোজেক্টের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে, যেমনটি অনেক সময় ঘটে, একটি ছোট্ট জিনিস পুরো সম্পর্কটি নষ্ট করে দেয়। কেবল একটি লাইন, একটি বিবৃতি এবং সব কিছু শেষ হয়ে যায়। তার কাছে থেকে সেই ধরনেরই এক প্রস্তাব পাই আমি।’
ইন্দিরা আরও বলেন, ‘আমার মনে আছে, প্রথমে আমি ভেবেছিলাম এই ছবিটিও আমার হাত থেকে চলে গিয়েছে। তারপর বাড়ি ফিরে আমি তাকে একটা মেসেজ টাইপ করলাম। কারণ তার কথা বলার ধরন, শারীরিক ভাষা এবং তাঁর প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। এর সঙ্গে চাপও বাড়তে শুরু করে। আমার মনে হচ্ছিল, আমি এই পরিস্থিতি সামলাতে পারব না। আমি ভাবলাম, যদি আগামীকাল শুটিং শুরু হয় এবং এই সম্পর্ক নষ্ট হয়ে যায়? আমি বললাম যে, আমি আমার প্রতিভার বদলে নিজেকে বিক্রি করতে আসিনি। হয়তো আমার কথাগুলো একটু কঠোর ছিল, কিন্তু আমার মনে হয়েছিল, যত স্পষ্টভাবে নিজের কথাটা বলে দেওয়া যায়, ততই ভালো।’
ইন্দিরা কৃষ্ণান আরো বলেন, ‘এটি কাস্টিং কাউচের প্রথম বা শেষ ঘটনা নয়। এই সব ঘটনার কারণে আমি কিছু ভালো প্রজেক্ট হারিয়েছি।’বলিউডের বেশ পরিচিত মুখ ইন্দিরা কৃষ্ণান। একাধিক সুপার হিট সিনেমায় ও হিন্দি মেগা সিরিয়ালে দেখা গেছে তাঁকে। তবে অভিনয়ে দক্ষ ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অভিনেত্রীকে এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)