Home> বিনোদন
Advertisement

Pori Moni: 'ওর সঙ্গে এক বিছানায় থাকে...', পরীমণিকে নিয়ে বিস্ফোরক পরিচারিকা...

Pori Moni | Sheikh Sadi: শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জন। এরই মাঝে বিস্ফোরক দাবি করলেন পরীমণির পরিচারিকা। সম্প্রতি পরীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন ওই পরিচারিকা। এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বড় দাবি করলেন গৃহকর্মী। 

Pori Moni: 'ওর সঙ্গে এক বিছানায় থাকে...', পরীমণিকে নিয়ে বিস্ফোরক পরিচারিকা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরীমণির (Pori Moni) সঙ্গে শেখ সাদির (Sheikh Sadi) সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি সাম্প্রতিক সময়ে। যদিও বারংবার গায়কের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি করেন গৃহকর্মী পিংকি আক্তার।

পরীমণির পরিচারিকার দাবি, শেখ সাদি অভিনেত্রীর বাড়িতে আসে, তারা একই বিছানায় থাকেন। পাশাপাশি গৃহকর্মীকে মারধরের অভিযোগ ওঠে পরীর বিরুদ্ধে। এই অভিযোগ আসার পরেই ফেসবুক লাইভে আসেন পরীমণি। সেখানে তিনি মারধরের শিকার পিংকিকে নিজের গৃহকর্মী বলে অস্বীকার করেন এবং তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন।

আরও পড়ুন- Shakib Al Hasan: 'ভোটে লড়ে ভুল করিনি, নির্বাচনে দাঁড়ালে আবার জিতব', হুংকার প্রাক্তন KKR তারকার...

পিংকি আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনায়। সম্প্রতি পরীমণির বিরুদ্ধে ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে পিংকি উল্লেখ করেন, পরীমণি তাঁর এক বছরের দত্তক কন্যাসন্তানকে খাবার খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্মী পিংকি আক্তারকে মারধর করেন। গৃহকর্মী বলেন, একটি এজেন্সির মাধ্যমে এক মাস আগে তিনি পরীমণির বাসায় কাজ নেন। তার দায়িত্ব ছিল পরীমণির এক বছর বয়সি মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো। ওই বাচ্চাকে প্রতি দুই ঘণ্টা পরপর খাওয়ানোর নিয়ম।

পিংকির দাবি, "গত ২ এপ্রিল গৃহকর্মী পিংকি পরীমণির বাচ্চাটিকে পাশে বসিয়ে বাজারের লিস্ট করছিলেন। এ সময় বাচ্চা কান্না শুরু করলে পরীমণির পরিচিত সৌরভ নামে এক ব্যক্তি বাচ্চাকে ‘সলিড খাবার’ দেওয়ার পরামর্শ দেন। সলিড খাবার দেওয়ার সময় না হওয়ায় আমি বাচ্চার জন্য দুধ তৈরি করছিলাম। এমন সময় পরীমণি মেকআপ রুম থেকে বেরিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও একপর্যায়ে বেধড়ক মারধর করেন। তিনি একের পর এক আমার মাথায় মারতে থাকেন। তার মারধরে আমি তিনবার ফ্লোরে পড়ে যাই। এরপর তিনি আমার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন। এতে আমার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে"।

আরও পড়ুন- Salman Khan Death Threat: 'সলমানকে মেরে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াতে চাই, অনুপ্রেরণা লরেন্স বিষ্ণোই', জেরায় আজব দাবি যুবকের...

অন্যদিকে সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জন তুঙ্গে। তাঁদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। দুজনের বাড়িতেই দুজনের যাতায়াত। সাদির মা পরীমণির জন্য পিঠে বানিয়ে পাঠাচ্ছেন। শেখ সাদি গাড়ি চালাচ্ছেন, পাশের আসনে বসা পরীমণি। এতকিছুর পরও শেখ সাদী নিজের মুখে এ সম্পর্ক নিয়ে সেভাবে কিছুই বলেননি। পরীমণিও সম্পর্কের কথা অস্বীকার করেছেন। এরই মাঝে বিস্ফোরক দাবি পরিচারিকার। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More