Prabhu Deva in Kolkata, Salman Khan, DaBangg Tour, Rangabati, Devlina Kumar, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সলমান জ্বরে এখনও ভুগছে কলকাতা। শনিবার তিলোত্তমায় সলমানের শো যে কতোটা সাকসেসফুল তা জানান দিচ্ছে সোশ্যাল মিডিয়া। নেটপাড়ায় ভাইরাল শোয়ের একাধিক ভিডিয়ো। এদিন শোয়ে যেমন নজর কেড়েছেন সলমান, সেরকমই নেটপাড়ায় ভাইরাল হয়েছে আরেকটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় নাচছেন প্রভু দেবা। নিজের কাল্ট সং উর্বশী উর্বশী থেকে বাংলা গান রঙ্গবতীতেও নাচতে দেখা যায় প্রভুকে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
এদিন নীল ব্লেজারে স্টেজে পা রাখেন বলিউডের এই প্রথম সারির কোরিওগ্রাফার। উর্বশী উর্বশী দিয়ে নিজস্ব স্টাইলে প্রভু ফিরিয়ে আনেন নব্বইয়ের নস্টালজিয়া। তবে ভারতের মাইকেল জ্যাকসন আটকে থাকেননি তাঁর চেনা পরিচিত গানে। নিজস্ব স্টাইলেই নাচলেন রঙ্গবতী গানে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘গোত্র’-য় এই গানটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী ও সুরজিৎ চট্টোপাধ্যায়। এটি মূলত একটি ওড়িয়া লোকসংগীত। সেই গানের মূল সুর প্রভুদত্ত প্রধানের। ওড়িয়া গানের কথা লিখেছেন মিত্রভানু গউন্তিয়া ও বাংলা গানের কথা লিখেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। তিনি নিজেই গানটি রিঅ্যারেঞ্জ করেছেন।
আরও পড়ুন- Srijato: রামপ্রসাদের গান অথচ গীতিকার হিসাবে শ্রীজাত পাচ্ছেন পুরস্কার? নেটপাড়ার কটাক্ষে চটলেন কবি...
গোত্র ছবিতে এই গানে নেচেছিলেন ওম সাহানি ও দেবলীনা কুমার। সোশ্যাল মিডিয়ায় সেই সময় সাড়া ফেলেছিল এই গান। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। তবে তা যে প্রভু দেবারও পছন্দের তালিকায় রয়েছে। তা দেখে জ্ঞান হারাতে চলেছিলেন দেবলীনা কুমার। তাঁর গানে নাচছেন প্রভু দেবা, এই উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘প্রভু দেবা, নাচের রাজা আমার গানে নাচছে। আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব।’ ওম সাহানিকে ট্যাক করে দেবলীনা সেই ভিডিয়ো দেখতে বলেন। অভিনেত্রী আরও লেখেব, ‘ভগবান সত্যিই সহৃদয়।’ কমেন্ট বক্স ইমন লিখেছেন, ‘আমি ইতোমধ্যেই মরে গেছি।’ ওম সাহানি লেখেন, ‘জয় জগন্নাথ’।