Home> বিনোদন
Advertisement

ওয়েব দুনিয়ায় ডেবিউ অভিষেক বচ্চনের, সৌজন্যে 'ব্রেথ ইনটু দ্যা শ্যাডোস'

বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে 'ব্রেথ ইনটু দ্যা শ্যাডোস'-এর ফার্স্ট লুক পোস্টার।

ওয়েব দুনিয়ায় ডেবিউ অভিষেক বচ্চনের, সৌজন্যে 'ব্রেথ ইনটু দ্যা শ্যাডোস'

নিজস্ব প্রতিবেদন : ডিজিটাল প্লার্টফর্মে ডেবিউ করতে চলেছেন অভিষেক বচ্চন। আমাজন অরিজিনাল-এর 'ব্রেথ ইনটু দ্যা শ্যাডোস' ওয়েব সিরিজে দেখা যাবে অভিষেককে। বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে 'ব্রেথ ইনটু দ্যা শ্যাডোস'-এর ফার্স্ট লুক পোস্টার।

ছবির পোস্টারে দেখা যাচ্ছে, অভিষেক বচ্চনকে একটি অন্ধকার ঘরে বসে থাকতে দেখা যাচ্ছে। জানালা থেকে এক চিলতে আলো এসে পড়েছে তাঁর ওপর। চেয়ারে বসে থাকা অভিষেকের হাতে রয়েছে একটি ম্যাগাজিন যেখানে লেখা 'মিসিং'। 'ব্রেথ ইনটু দ্যা শ্যাডোস'-এর পোস্টারটি শেয়ার করে অভিষেক লিখেছেন, ''Come back Siya''। পোস্টারে লেখা ''একজন বাবার ভালোবাসা একটি জীবন বাঁচাতে পারে আবার নিতেও পারে।''

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

এবছর আগামী ১০ জুলাই আমাজন প্রাইমে মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজে অভিষেক বচ্চন ছাড়াও দেখা যাবে অমিত সাধ, নিত্যা মেনন, সায়ামী খের সহ অন্যান্যদের। ২০০টিরও বেশি দেশে দেখা যাবে আমাজন অরিজিনাল-এর এই ওয়েব সিরিজটি। এই ওয়েবসিরিজটি প্রসঙ্গে আমাজন প্রাইমের হেড অফ ইন্ডিয়া অরিজিনালস, অপর্ণা পুরোহিত বলেন, ''বিশিষ্ট অভিনেতা অভিষেক বচ্চন, অমিতা সাধ, নিত্য মেনন, সায়ামী খের অভিনীত 'ব্রেথ ইনটু দ্যা শ্যাডোস' সিরিজটি নিজে আমরা ভীষণই উৎসাহিত। আমরা নিশ্চিত ভারত এবং ভারতের বাইরেও গ্রাহকটা টানটান উত্তেজনাপূর্ণ এই সিরিজ পছন্দ করবেন।''

প্রসঙ্গত 'ব্রেথ' ফ্রাঞ্চাইজির এই সিরিজটির এটি দ্বিতীয় সিজন। এর আগে সিজনে দেখা গিয়েছিল মাধবন কে।

Read More