অর্ণবাংশু নিয়োগী : মাত্রাতিরিক্ত দর্শকের কারণে এসি কাজ করছিল না। দাবি প্রোডাকশন টিমের এক সদস্যের। কেকে-র অনুষ্ঠান প্রসঙ্গে আমাদের প্রতিনিধিকে প্রোডাকশন টিমের ওই সদস্য বলেন, ১০ জনের জায়গা, সেখানে যদি ২৫ জন লোক ঢোকানো হয়, তাহলে সমস্যা তো হবেই। তাঁর কথায়, এসি কাজ করছিল না। জায়গাটা গরম হয়ে গিয়েছিল। এত লোক সাফোকেশন হচ্ছিল।
এদিন মঞ্চে কি অতিরিক্ত লাইট দেওয়া হয়েছিল? এ প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক প্রোডাকশন টিমের এক সদস্য বলেন, আর্টিস্টের প্রয়োজনীয়তা অনুযায়ী ভেন্টাররা লাইট দেয়। একটা জায়গায় যতটা দর্শক ধরে তার থেকে বেশি লোক ঢোকালে সে জায়গার তাপমাত্রা এমনিই বেড়ে যায়। দর্শক ঢোকানোর দায়িত্বে কারা ছিলেন? তাঁর কথায়, অর্গানাইজার, কলেজ কর্তৃপক্ষ, পুলিস, গার্ড, বাউন্সার সবাই তো ছিল। স্পটলাইট কটা ছিল? সেগুলি কি অনুষ্ঠান চলাকালীন জ্বালানো ছিল? এ প্রশ্নে তিনি বলেন, যতগুলো চাওয়া হয়েছিল, ততগুলিই দেওয়া হয়। তবে স্পটলাইট বন্ধই ছিল, শেষে দর্শকদের সঙ্গে কথোপকথনের জন্য জ্বালানোর অনুরোধ করা হয়। তাঁর কথায় প্রায় দেড়-দু ঘণ্টা শো যা খুবই এনার্জেটিক ছিল। তবে কেকে গরমে প্রচণ্ড ঘামছিলেন। গ্রিন রুমে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।
এদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অসমর্থিত সূত্রে খবর ছড়িয়ে পড়ে চড়া লেজার আলো জ্বলছিল। যা একসময় বন্ধ করার অনুরোধ করেন কেকে। যদি লাইটের কারণে তাপমাত্রা বাড়ার কথা আমাদের প্রতিনিধির কাছে অস্বীকার করেন প্রোডাকশন টিমের সদস্য সৌভিক দত্ত।