Home> বিনোদন
Advertisement

সরস্বতী পুজোতে ফুচকার আড্ডায় মাতলেন প্রসেনজিৎ-ঘরণী অর্পিতা

গোটা দিনটাই তাই ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে তাঁর। 

সরস্বতী পুজোতে ফুচকার আড্ডায় মাতলেন প্রসেনজিৎ-ঘরণী অর্পিতা

নিজস্ব প্রতিবেদন: রবিবার সরস্বতী পুজোর সেলিব্রেশনে মেতেছিলেন টালিগঞ্জের বহু সেলিব্রিটি। সেই তালিয়ায় বাদ নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী তথা অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ও। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুজোর একটি ভিডিও পোস্ট করে অর্পিতা। জানান, তিনি শনিবার অনেক রাতে শো করে ফিরেছেন, তারপর রবিবার সকালে উঠে রান্না, তারপর পুজো সবই করেছেন এক্কেবারে বাড়ির গিন্নির মতোই। বাড়িতে অনেক অতিথিরাও এসেছেন বলে জানান অভিনেত্রী। গোটা দিনটাই তাই ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে তাঁর। 

অর্পিতার বিশ্বাস বাঙালিদের কাছে এই সরস্বতী পুজোর দিনটাই ভ্যালেন্টাইন'স ডে। তবে অর্পিতার মতে সরস্বতী পুজো মানে তাঁর কাছে ছেলেবেলাকে ফিরে পাওয়া। সমস্ত ভক্তদের সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাতেও ভোলেননি অর্পিতা। 

আরও পড়ুন-মেয়ে সৌন্দর্যের সঙ্গীতের অনুষ্ঠানে জমিয়ে নাচলেন রজনীকান্ত

অর্পিতার কাছে ফুচকা ছাড়া সরস্বতী পুজোর দিনটাই যেন বৃথা। তাই তিনি নিজের বাড়িতেই ফুচকাওয়ালাকে ডেকে বাড়িতে উপস্থিত আত্মীয়দের সঙ্গে মিলে ফুচকা খেতে ছাড়েননি।

আরও পড়ুন-রজনীকান্তের মেয়ে সৌন্দর্যের বিয়ের অনুষ্ঠান, দেখুন সমস্ত ছবি

fallbacks

ছবি সৌজন্য: অর্পিতা চট্টোপাধ্যায়ের টুইটার

এই বিষয়ে অবশ্য শুধু অর্পিতাই নন, কমবেশি প্রায় সকলেই একমত। ফুচকা ছাড়া শুধু সরস্বতী পুজো কেন, বাঙালির কোনও সেলিব্রেশনই যেন পুরো হয় না। তাই নয় কি?

-আরও পড়ুন-উত্তম কুমারকে ঘায়েল করে ছেড়েছিলেন সেদিনের এই মিস শেফালি

Read More