Home> বিনোদন
Advertisement

১৫০ কোটি ছুঁয়ে ফেলল 'রইস', কতটা পিছিয়ে কাবিল?

রিলিজের ১৩ দিন পর শাহরুখ-মাহিরা অভিনীত রইস দাঁড়িয়ে ১৫৩.৯৬ কোটিতে। উল্টোদিকে কাবিলের বক্স অফিস কালেকশন ১২৪.৮৯ কোটি। বলিউডের বক্স অফিস ব্যবসায় রইস থেকে এখনও প্রায় ৩০ কোটি পিছিয়ে রয়েছে কাবিল। দুই সিনেমার সাফল্যে খুশি দুই যুযুধান পক্ষই। বলিউডের বাদশা শাহরুখ খান এবং বি-টাউনের গ্রিক গড হৃত্বিক রোশন, দুজনই দুজনকে তাঁদের সিনেমার সাফল্যে অভিবাদন জানিয়েছেন। কাবিলের সাফল্যে খুশি সিনেমার প্রযোজক রাকেশ রোশনও। (রইস রিলিজ করবে না পাকিস্তানে!)

১৫০ কোটি ছুঁয়ে ফেলল 'রইস', কতটা পিছিয়ে  কাবিল?

ওয়েব ডেস্ক: রিলিজের ১৩ দিন পর শাহরুখ-মাহিরা অভিনীত রইস দাঁড়িয়ে ১৫৩.৯৬ কোটিতে। উল্টোদিকে কাবিলের বক্স অফিস কালেকশন ১২৪.৮৯ কোটি। বলিউডের বক্স অফিস ব্যবসায় রইস থেকে এখনও প্রায় ৩০ কোটি পিছিয়ে রয়েছে কাবিল। দুই সিনেমার সাফল্যে খুশি দুই যুযুধান পক্ষই। বলিউডের বাদশা শাহরুখ খান এবং বি-টাউনের গ্রিক গড হৃত্বিক রোশন, দুজনই দুজনকে তাঁদের সিনেমার সাফল্যে অভিবাদন জানিয়েছেন। কাবিলের সাফল্যে খুশি সিনেমার প্রযোজক রাকেশ রোশনও। (রইস রিলিজ করবে না পাকিস্তানে!)

 

তবে একথা অনস্বীকার্য বিশ্ব বাজারে কাবিলের তুলনায় বহুলাংশে কদর পেয়েছে শাহরুখ-নওয়াজ-মাহিরা অভিনীত রইস। কিং খানের এই সিনেমা গোটা বিশ্বে এখনও পর্যন্ত ২৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। খুব শীঘ্রই ৩০০ কোটিতে পৌঁছে যাবে রইস, আশাবাদী শাহরুখ খান। ((পাকিস্তানি প্রযোজকের সিনেমায় 'নায়ক' সঞ্জয় দত্ত)

 


 

Read More