Home> বিনোদন
Advertisement

Raj-Subhashree: দ্বিতীয়বার করোনা আক্রান্ত রাজ-শুভশ্রী, নিভৃতবাসে তারকা দম্পতি

রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের করোনা পরীক্ষার রিপোর্টের বিষয়ে কিছু জানা যায়নি।

Raj-Subhashree: দ্বিতীয়বার করোনা আক্রান্ত রাজ-শুভশ্রী, নিভৃতবাসে তারকা দম্পতি

নিজস্ব প্রতিবেদন: ফের করোনায় আক্রান্ত হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে টুইট করে এ কথা জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। আপাতত তাঁরা বাড়িতেই নিভৃতবাসে আছেন। এই নিয়ে দ্বিতীয়বার কোভিড ১৯ পজিটিভ হলেন রাজ। এদিন টুইট করে অভিনেতা-বিধায়ক লেখেন, “আমি ও শুভশ্রী দুজনেই করোনা আক্রান্ত হয়েছি। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আপনারা সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন

এই ঘোষণার আগে মঙ্গলবার বিকেলে কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে রাজের অনুপস্থিতি কারও নজর এড়ায়নি। পরে রাজের টুইট থেকেই জানা গেল কারণ। ফলত, করোনার জেরেই দিন তিনেক পরেই অনুষ্ঠিত হতে চলা ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির থাকতে পারবেন না উৎসবের চেয়ারপার্সন রাজ।

আরও পড়ুন, Srijato: দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত শ্রীজাত,'সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস'

তবে তাঁদের ছোট্ট ছেলে ইউভানের করোনা পরীক্ষার রিপোর্টের বিষয়ে কিছু জানাননি রাজ। এর আগেও করোনা থাবা বসিয়েছিল রাজ-শুভশ্রীর শরীরে ৷ প্রসঙ্গত, কোভিড সংক্রমণের জেরেই রাজ হারিয়েছেন তাঁর বাবাকে । মা হওয়ার কয়েক মাস পর শুভশ্রীও আক্রান্ত হয়েছিলেন করোনায় ৷ ২০২০ -র অগাস্টে করোনায় আক্রান্ত হন রাজ চক্রবর্তীও ৷

প্রসঙ্গত, টলিপাড়ায় করোনা আক্রান্ত হয়েছেন বেশ কিছু তারকা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা পার্নো মিত্র, কবি শ্রীজাত প্রত্যেকেই করোনা পজিটিভ, রয়েছেন আইসোলেশনে। মৃদু উপসর্গ নিয়ে কোভিড ১৯ পজিটিভ জিৎ গঙ্গোপাধ্যায়ও। অন্যদিকে, দেশ জুড়ে বাড়ছে করোনার প্রকোপ। বাদ নেই কলকাতাও।মঙ্গলবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। দ্বিতীয় ঢেউ-র চুড়োকে মাত্র ৮ দিনেই ছাপিয়ে গিয়েছে কলকাতা! পজিটিভি রেটও রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More