Home> বিনোদন
Advertisement

Pornography কাণ্ডে আরও বিপাকে Raj Kundra! সাক্ষী দেবেন তাঁরই ৪ কর্মচারী

জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে মডেল অভিনেত্রী গহনা বশিষ্ট (Gehana Vasisth) সহ আরও ৩জনকে। 

Pornography কাণ্ডে আরও বিপাকে Raj Kundra! সাক্ষী দেবেন তাঁরই ৪ কর্মচারী

নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি (Pornography) মামলা ও রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতারির ঘটনায় নয়া মোড়। রাজের বিরুদ্ধে সাক্ষী দেবেন তাঁরই কোম্পানির ৪ কর্মচারী। এদিকে পর্নোগ্রাফি মামলায় আজ, রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে মডেল অভিনেত্রী গহনা বশিষ্ট (Gehana Vasisth) সহ আরও ৩জনকে। এই মুহূর্তে পর্নকাণ্ডে জামিনে ছাড়া রয়েছেন গহনা। গত ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। 

জানা যাচ্ছে, পর্ন তৈরি, রাজের ব্যবসার বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে এবং রাজ কীভাবে বিনিয়োগ করতেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের বয়ান রেকর্ড করা হবে। জানা যাচ্ছে, এই মামলার আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি তদন্তে করবে ED।

এদিকে পর্নোগ্রাফি মামলায় আরও বিপাকে রাজ কুন্দ্রা। শনিবার তাঁর ভিয়ান ইন্ডাস্ট্রি লিমিটেড ও জে.এল স্ট্রিমের অফিসে হানা দিয়ে একটি গোপন আলমারির সন্ধান পেয়েছেন মুম্বই ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে রয়েছেন আর্থিক লেনদেন ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি।

আরও পড়ুন-Raj Kundra-র সহকারী উমেশ কামাত ও Nueflix-র মালিক যশ ঠাকুরের কথোপকথন ফাঁস

পর্নকাণ্ডে ইতিমধ্যেই রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টির বয়ান রেকর্ড করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। সূত্রের খবর, নিজের স্বামীকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন শিল্পা। তিনি বলেন,'Hotshots' অ্যাপে ঠিক কী ছিল সে সম্পর্কে তিনি জানেন না। অভিনেতার দাবি 'Hotshots'-র সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই।' শিল্পা তাঁর বয়ানে এও উল্লেখ করেছেন যে এরোটিকা ও পর্নের ফারাক রয়েছে। রাজ কুন্দ্রা অশ্লীল ছবি তৈরি করেননি। এই ধরনের কাজে তিনি জড়িতও ছিলেন না। আসল অভিযুক্ত তাঁদের আত্মীয়, রাজের ভগ্নিপতি প্রদীপ বক্সী যিনি অ্যাপ এবং অ্যাপের বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Read More