Home> বিনোদন
Advertisement

রিসেপশনে কেমন দেখাচ্ছিল রাজ ও শুভশ্রীকে, দেখুন ছবি ও ভিডিও

 বিয়ের পর্ব মেটার পর রবিবার ই-এম বাইপাস সংলগ্ন রাজের আরবানার ফ্ল্যাটে ছিল জমকালো রিসেপশন পার্টি। অনুষ্ঠানে গোল্ডেন রঙের লেহেঙ্গা চোলিতে বেশ সুন্দর দেখাচ্ছিল নববধূ শুভশ্রীকে। রাজের পরনে ছিল কালো পাঞ্জাবী। 

রিসেপশনে কেমন দেখাচ্ছিল রাজ ও শুভশ্রীকে, দেখুন ছবি ও ভিডিও

নিজস্ব প্রতিবেদন: বাওয়ালি রাজবাড়িতে ঘটা করে বসেছিল রাজ-শুভশ্রীর বিয়ের আসর। বিয়ের পর্ব মেটার পর রবিবার ই-এম বাইপাস সংলগ্ন রাজের আরবানার ফ্ল্যাটে ছিল জমকালো রিসেপশন পার্টি। অনুষ্ঠানে গোল্ডেন রঙের লেহেঙ্গা চোলিতে বেশ সুন্দর দেখাচ্ছিল নববধূ শুভশ্রীকে। বিয়ের পোশাকের মতই শুভশ্রীর রিসেপশনের পোশাকও ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। রাজের পরনে ছিল সুরভি পানসারির ডিজাইন করা কালো শেরওয়ানি। 

এদিন একই সঙ্গে খেতেও বসলেন রাজ-শুভশ্রী।

বিয়েটা শুধুমাত্র আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের উপস্থিতি হলেও রাজ-শুভশ্রীর রিসেপশনে কিন্তু উপস্থিত ছিলেন টালিগঞ্জের অনেক তারকাই। নবদম্পতিকে আশীর্বাদও করলেন সকলে।

আরও পড়ুন-রাজের বাড়িতে পা রাখলেন নববধূ শুভশ্রী, দেখুন সেই ভিডিও...

এদিন অবশ্য শুভশ্রী ছেলে জিলাটোকে সামলালে তাঁর বাবা। রাজ ও শুভশ্রী দুজনের বাবাকেই অনুষ্ঠানের ফাঁকে আড্ডা দিতেও দেখা গেল।

আরও পড়ুন-শুভশ্রীর ভাত-কাপড়ের দায়িত্ব নিলেন রাজ, দেখুন ভিডিও

Read More