Home> বিনোদন
Advertisement

অস্কারের দৌড়ে ‘বাহুবলী টু’-কে পিছনে ফেলে দিল রাজকুমার রাওয়ের ‘নিউটন’

অস্কারের দৌড়ে ‘বাহুবলী টু’-কে পিছনে ফেলে দিল রাজকুমার রাওয়ের ‘নিউটন’

ওয়েব ডেস্ক: বছরটা বেশ ভালোই কাটছে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের। এমনিতেই তিনি বলিউডের একজন দক্ষ অভিনেতা হিসেবেই পরিচিত। তাঁর অভিনয় দক্ষতা এবার আরও একবার প্রমাণিত হল। এই বছর অস্কারের দৌড়ে ভারতীয় ছবি হিসেবে অফিসিয়াল এন্ট্রি হল রাজকুমার রাওয়ের নতুন ছবি ‘নিউটনের’।

‘গোলমাল এগেইন’-এর ট্রেলারটা দেখেছেন? রয়েছে বড় চমক!

বলিউড লাইফের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি বছরে অস্কারের দৌড়ে ছিল পরিচালক এস.এস রাজামৌলির বাহুবলী টু-ও। কিন্তু তাকে পিছনে ফেলে দিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য অফিসিয়াল এন্ট্রি হয়ে গেল ‘নিউটনের’। খুশির খবরটা টুইটারে শেয়ার করেছেন রাজকুমার রাও। প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্র উত্সবে পুরস্কৃত হয়েছে রাজকুমার রাওয়ের ছবি ‘নিউটন’। দেখা যাক, এবার অস্কারের মঞ্চেও বাজিমাত করার কোনও চতুর্থ সূত্র পায় কিনা 'নিউটন'।

বরুণ ধাওয়ানকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! জানেন কেন?

Read More