Home> বিনোদন
Advertisement

Rakhi Sawant: 'মন্দমেয়ে' রাখি! বিয়ে হচ্ছে না প্রেমিকের বোনের

আদিলের সঙ্গেই বিয়ে করে সংসার পাততে চান রাখি। কিন্তু তাঁর পেশাই হয়ে উঠেছে তাঁর বিয়ের পথে অন্তরায়। 

Rakhi Sawant: 'মন্দমেয়ে' রাখি! বিয়ে হচ্ছে না প্রেমিকের বোনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আদিলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রাখি সাওয়ান্ত। বিগ বসের পরেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় অভিনেত্রীর। তার কিছুদিনের মধ্যেই তাঁর নয়া প্রেমিকের সঙ্গে পরিচয় করান রাখি। আদিল দুররানীর সঙ্গে নয়া সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তাঁদের প্রেমকাহিনি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। 

আদিলের সঙ্গেই বিয়ে করে সংসার পাততে চান রাখি। কিন্তু তাঁর পেশাই হয়ে উঠেছে তাঁর বিয়ের পথে অন্তরায়। এমনকী রাখির জন্যই নাকি আদিলের বোনেরও বিয়ে হচ্ছে না বলে জানান অভিনেত্রী। এক সাক্ষাৎকারে বিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন রাখি সাওয়ান্ত। তিনি প্রশ্ন তোলেন,'কেন আমার বিয়ে হচ্ছে না? আমি কী কোনও সন্ত্রাসবাদী?'

আরও পড়ুন:Dev-Rukmini: এবার ছোটপর্দায় একসঙ্গে দেব-রুক্মিণী

আরও পড়ুন:TRP: প্রথম তিনে জায়গা পেল না 'মিঠাই'-'গাঁটছড়া', ছক্কা হাঁকাল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'

কে তাঁদের বিয়েতে বাধা দিচ্ছেন, সে কথা যদিও বলেননি রাখি। তবে অভিনেত্রী জানিয়েছেন, যেকেউ যখন জানে যে আদিল তাঁর সঙ্গে প্রেম করেন, তখনই তাঁকে শুনতে হয় যে রাখিকে বিয়ে করলে আর তাঁর বোনের বিয়ে হবে না। তবে রাখির কথা এখনও বাড়িতে জানাননি আদিল, এমনটাই দাবি করেছেন তিনি। ঐ সাক্ষাৎকারে রাখি বলেন,'বলিউডে তো কত মুসলিম মেয়ে আছে? সবারই কি বিয়ে হয়নি? কেউ কি এক্সপোজ করে না? মুসলিম মেয়েরা কী আইটেম ডান্স করে না? এখন আদিলের বোনের জন্য ছেলে খোঁজা হচ্ছে। কিন্তু এমনভাবে সবাই কথা শোনায় আদিলকে, যে বোনের বিয়ে হওয়াও নাকি মুশকিল।'

আরও পড়ুন: Kangana Ranaut in Emergency: ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা, টিজারেই বাজিমাত নায়িকার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

Read More