Home> বিনোদন
Advertisement

উত্তাপ বাড়াচ্ছেন রকুল, নীল বিকিনিতে মাঝ সমুদ্রে বলিউড অভিনেত্রী

এই মুহূর্তে সেখানেই ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী

উত্তাপ বাড়াচ্ছেন রকুল, নীল বিকিনিতে মাঝ সমুদ্রে বলিউড অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন: সবে সবে মুক্তি পেয়েছে 'দে দে পেয়ার দে'। তাই এখন তিনি বেশ কিছুটা চাপমুক্ত। তাই বেশ কয়েকদিনের ছুটি নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন স্পেনের ইবিজা। এই মুহূর্তে সেখানেই ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। বুঝতেই পারছেন অভিনেত্রী রকুল প্রীত সিং-এর কথা বলা হচ্ছে।

সম্প্রতি ইবিজায় ছুটি কাটানোর ফাঁকে ভক্তদের জন্য বেশ কয়েকটি ছবি শেয়ার করেন রকুল। ইবিজার সমুদ্রসৈকতে নীল বিকিনিতে এক্কেবারে অন্যরকম লুকে দেখা যায় অভিনেত্রীকে। রকুলের সেই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা দেখে উচ্ছ্বসিত অভিনেত্রীর ভক্তরা।

আরও পড়ুন: প্রয়াত প্রবীণ সঙ্গীত পরিচালক খৈয়াম

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sky above , sand below ,peace within!!  happiness all around ! #ibizadiaries @flirtatious_india

A post shared by Rakul Singh (@rakulpreet) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BELIEVE IN YOUR SELFIE  #ibizadiaries

A post shared by Rakul Singh (@rakulpreet) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Beach bum!! #ibizadiaries  #makingmemories @flirtatious_india

A post shared by Rakul Singh (@rakulpreet) on

বলিউডের পাশাপাশি বেশ কয়েকটি দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন রকুল প্রীত সিং। অজয় দেবগণের বিপরীতে 'দে দে পেয়ার দে' ছবিতে অভিনয়ের পর রকুল এখন ছুটির মেজাজে রয়েছেন।

আরও পড়ুন: সাদা চুল, লম্বা দাড়িতে অন্যরকম অমিতাভ, প্রকাশ্যে বিগ বি-র 'নরসিমা রেড্ডির' লুক

বলিউডের পাশাপাশি সম্প্রতি মুক্তি পেয়েছে রকুল প্রীত সিংয়ের তেলুগু ছবি 'মনমধুড়ু ২'। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে 'মরজাভা' ,'SK 14'  এবং কমল হাসানের 'ইন্ডিয়ান ২'। 'মরজাভা' ছবিতে রকুলের সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা এবং তারা সুতারিয়া। 

Read More