Home> বিনোদন
Advertisement

একই বাড়িতে রণবীর-দীপিকা, ভাইরাল প্রাক্তন জুটির ভিডিয়ো

মুহূর্তে ভাইরাল হয়ে যায় 

একই বাড়িতে রণবীর-দীপিকা, ভাইরাল প্রাক্তন জুটির ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি থেকেই রণবীর-দীপিকার প্রেম পর্বের সূত্রপাত। এ কথা বোধ হয় আট থেকে আশির প্রত্যেকেরই জানা। সেই কারণেই ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে তা দাপিয়ে ব্যবসা করে।

আরও পড়ুন  : বান্ধবী, ছোট্ট ছেলেকে নিয়ে মহারাষ্ট্রের ছোট্ট গ্রামে আটকে অর্জুন

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমা নাকি রণবীর-দিপীকাকে দেখেই চিত্রনাট্য তৈরি করা হয়েছিল। ফলে ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি যখন মুক্তি পায়, তখন দর্শকরা প্রশংসায় ভরিয়ে দেন। কিন্তু জানেন কি, এই সিনেমা থেকেও রণবীর-দীপিকার একটি দৃশ্য কেটে বাদ দেওয়া হয়। বিশ্বাস না হলে দেখুন...

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি দিয়ে রণবীর-দীপিকার প্রেম পর্ব শুরু হলেও, তা বেশিদিন স্থায়ী হয়নি। আজব প্রেম কী গজব কাহানির শ্যুটিংয়ের সময় ক্য়াটের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন রণবীর কাপুর। আর তখনই দীপিকার হাত ছেড়ে ক্যাটরিনার সঙ্গে লিভ ইন শুরু করেন তিনি।

তবে ক্যাট হোক বা আলিয়া, রণবীর-দীপিকার জুটি যে দর্শকদের অন্যতম পছন্দের, তা কিন্তু অস্বীকার করেন না কেউই।

Read More