Home> বিনোদন
Advertisement

Ranbir Kapoor | Alia Bhatt: 'আলিয়া নয়, ওকেই প্রথম স্ত্রী মানি', বিয়ের ৩ বছর পর ভয়ংকর স্বীকারোক্তি রণবীরের...

Ranbir Kapoor's First Wife: এক সাক্ষাৎকারে রণবীর জানান, কেরিয়ারের শুরুর দিকে এক মহিলা তাঁকে বিয়ে করেছিলেন। আজও তিনি নিজেকে রণবীরের প্রথম স্ত্রী হিসেবেই মান্যতা দেন। কে সেই মহিলা? 

Ranbir Kapoor | Alia Bhatt: 'আলিয়া নয়, ওকেই প্রথম স্ত্রী মানি', বিয়ের ৩ বছর পর ভয়ংকর স্বীকারোক্তি রণবীরের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় দম্পতি রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। ২০১৮ আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণবীর। একসঙ্গে থাকাও শুরু করেন তাঁরা। চার বছর প্রেম করার পর ২০২২-এ আলিয়ার সঙ্গে নিজের বাড়িতেই বিয়ে করেন রণবীর। বিয়ের কয়েকমাসের মধ্যেই  প্রেগন্যান্সির ঘোষণা করেন তাঁরা। তাঁদের কোল আলো করে আসে রাহা (Raha)। তবে সম্প্রতি এক সাক্ষাত্‍কারে রণবীর জানালেন যে আলিয়া তাঁর প্রথম স্ত্রী নন। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

রণবীরের প্রেমকাহিনি সকলেরই জানা। কেরিয়ারের শুরুতে প্রেম করতেন সোনম কাপুরের সঙ্গে। সোনমের সঙ্গে বিচ্ছেদের পর তিনি প্রেমে পড়েন দীপিকার। কিন্তু সেই প্রেম টেকেনি। বিচ্ছেদের পর ক্যাটরিনার প্রেমে পড়েন তিনি। বেশ কয়েকদিন একত্রবাসের পর সেই সম্পর্কও ভেঙে যায়। ক্যাটরিনার প্রিয় বন্ধু আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। একাধিক প্রেম, লিভ ইন রিলেশন থাকলে রণবীর যে আগে বিয়ে করেছেন, সে খবর কোনওদিন কানাকানিও হয়নি। এবার রণবীর নিজেই জানালেন সেই গল্প। 

এক সাক্ষাৎকারে রণবীর জানান, কেরিয়ারের শুরুর দিকে এক মহিলা তাঁকে বিয়ে করেছিলেন! আজও তিনি নিজেকে রণবীরের প্রথম স্ত্রী হিসেবেই মান্যতা দেন। কিন্তু, রণবীর নাকি তাঁকে কখনও দেখেননি। ব্যাপার কী? আসলে এটি এক ফ্যানের কাণ্ডকারখানা। কিন্তু বিয়েটা হল কী ভাবে? অভিনেতা বলেন, 'কেরিয়ারের শুরুর দিকের একটা ঘটনা আমার মনে আছে। বাড়ির দারোয়ান আমাকে বলেছিলেন, একটি মেয়ে পুরোহিত নিয়ে এসে বাড়ির গেটেই বিয়ে করেছেন। আমি কিন্তু, তাঁকে দেখিওনি। ওই বাংলোতে আমি বাবা-মায়ের সঙ্গে থাকতাম। গেটে একটা তিলক আঁকা ছিল আর সঙ্গে কিছু ফুল। সেই সময় আমি শহরের বাইরে ছিলাম। ওই ঘটনায় আমি তো স্তম্ভিত। আজ পর্যন্ত আমি তাঁকে দেখিনি। তবে দেখার ভীষণ ইচ্ছে। অধীর আগ্রহে সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি।''

আরও পড়ুন- Atif Salam | Rahat Fateh Ali Khan: পাকিস্তানের মহাপতন, ভারত ব্যান করার পর চরম অভাবে রাহাত ফতেহ আলি খান-আতিফ আসলাম!

প্রসঙ্গত, মেয়েকে নিয়ে বেশ চিন্তিত রণবীর ও আলিয়া। সইফ ও করিনার বাড়িতে বহিরাগতের আক্রমণের পরেই মেয়ের যাবতীয় ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন তাঁরা। এমনকী পাপারাজ্জিদেরও অনুরোধ করেন, ছবি না তোলার জন্য। এরই মাঝে দ্বিতীয় সন্তান প্রসঙ্গে একটি পডকাস্টে মুখ খোলেন আলিয়া। 

আরও পড়ুন- Vikram Bhatt: 'যৌনসুখের জন্য নতুন সম্পর্কে জড়াননি আমির, এর পিছনে অন্য কারণ...'

আলিয়া জানান, রাহা নামটা সিলেক্ট করেছিলেন আলিয়ার শাশুড়ি নীতু কাপুর। রাহার জন্মের আগেই ঠিক করে ফেলেছিলেন আগত সন্তানের নাম। শুধু মেয়ে রাহা নয়, একটা ছেলের নামও ঠিক করে রেখেছিলেন তাঁরা।  সেই প্রসঙ্গে আলিয়া বলেন, ' আমি যেহেতু ছেলের জন্য একটা নাম পছন্দ করেছিলাম তাই উনি বলেছিলেন ভবিষ্যতে যদি কখনও পুত্র সন্তান হয় তাহলেও রাহা নামটা ওই নামের সঙ্গে বেশ ভাল মানাবে। আমি আর রণবীর তখনই রাহা নামটাই চূড়ান্ত করে ফেললাম। মেয়ের পাশাপাশি ছেলেরও জন্য আমরা নাম ঠিক করেছিলাম।' এখান থেকেই শুরু হয় জল্পনা। তাহলে কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন রণবীর-আলিয়া?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More