Home> বিনোদন
Advertisement

সর্বজিতের বায়োপিকে রণদীপ হুডা, দলবীর ঐশ্বর্য্য

মেরি কমের পর এবার সর্বজিত্ সিংয়ের বায়োপিকে হাত দিলেন উমঙ্গ কুমার। ছবিতে সর্বজিতের ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুডা।

সর্বজিতের বায়োপিকে রণদীপ হুডা, দলবীর ঐশ্বর্য্য

ওয়েব ডেস্ক: মেরি কমের পর এবার সর্বজিত্ সিংয়ের বায়োপিকে হাত দিলেন উমঙ্গ কুমার। ছবিতে সর্বজিতের ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুডা।

রাজনৈতিক বন্দি সর্বজিত্ সিংয়ের মুক্তি নিয়ে তার বোনের লড়াইয়ের কাহিনি নিয়ে এই ছবি। সর্বজিতের বোন দলবীর সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন ঐশ্বর্য্য রাই বচ্চন।

ছবির খবর জানিয়ে উমঙ্গ কুমার টুইট করেন, "ঐশ্বর্য্য ও @রণদীপহুডাকে নিয়ে আমার আগামী ছবি সর্বজিত্ শীঘ্রই আসছে।" ১৯৯১ সালে সন্ত্রাস ও চরবৃত্তির অভিযোগে সর্বজিতকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় পাকিস্তান সরকার। ২০০৮ সাল পর্যন্ত তার মৃত্যুদণ্ড স্থগিত রেখেছিল পাকিস্তান। ২০১৩ সালে জেলেই হামলায় মৃত্যু হয় সর্বজিতের। এই দীর্ঘ সময় লাহোর জেল থেকে সর্বজিতের মুক্তির জন্য লড়াই চালিয়েছিলেন দলবীর।

সন্দীপ সিং, জিশান কাদরি ও উমঙ্গ কুমার প্রযোজিত ছবির শুটিং শুরু হবে চলতি বছরের অক্টোবর মাসে। আগামী বছর মে মাসে মুক্তি পাবে সর্বজিত্।

 

Read More