Home> বিনোদন
Advertisement

শাড়ির সঙ্গে স্নিকার্স পায়ে Taapsee, Kanganaর 'সস্তা অনুকরণকারী' বলে কটাক্ষ রঙ্গোলির

 তাপসীকে তাঁর এই স্টাইলের জন্যই কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলির আক্রমণের মুখোমুখি হতে হল। 

শাড়ির সঙ্গে স্নিকার্স পায়ে Taapsee, Kanganaর 'সস্তা অনুকরণকারী' বলে কটাক্ষ রঙ্গোলির

নিজস্ব প্রতিবেদন : পরনে সাদা প্রিন্টেড সুতির শাড়ি, গায়ে নীল ব্লাউজ, পায়ে স্নিকার্স। বাঁ হাতে ঘড়ি, ডান হাতে রুপোর চুড়ি। মাথায় আলতো করে খোঁপা বাঁধা, চোখে রোদ চশমা। সম্প্রতি, রাশিয়া বেড়াতে গিয়ে এমন ইন্দো-ওয়েস্টার্ন লুকে ধরা দিয়েছেন তাপসী পান্নু (Taapsee Pannu)। অভিনেত্রীর এই ছবি ইনস্টাগ্রামে উঠে আসতেই অনেকে তাঁর স্টাইল স্টেটমেন্টের প্রশংসা করেন। তবে শত প্রশংসার মাঝেই তাপসীকে তাঁর এই স্টাইলের জন্য কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) দিদি রঙ্গোলির আক্রমণের মুখোমুখি হতে হল। 

বৃহস্পতিবার কঙ্গনাকে (Kangana Ranaut) 'স্টাইল আইকন' বলে চিহ্নিত করে তাপসীকে (Taapsee Pannu) কঙ্গনার 'সস্তা অনুকরণকারী' বলে আক্রমণ করেছেন রঙ্গোলি চান্দেল। শুধু তাই নয়, তাপসীকে কঙ্গনার 'ক্রিপি ফ্যান' বলেও কটাক্ষ করেছেন রঙ্গোলি। তিনি লিখেছেন, ''বিষয়টা মোটেও ভালো নয়, কঙ্গনার একজন চতুর অনুরাগী (তাপসী), যে সব সাক্ষাৎকার থেকে স্টাইল, কাজের ধরন, সবক্ষেত্রেই কঙ্গনাকে অনুকরণ করেন। আবার তিনিই আবার নির্লজ্জের মতো কঙ্গনা সম্পর্কে খারাপ মন্তব্য করেন। আর আজ আমি আবারও ওকে শাড়ি পরার স্টাইল অনুকরণ করতে দেখলাম। বুঝলাম, তুমি কিছুতেই অনুকরণ করা থেকে নিজেকে সরাবে না।'' 

আরও পড়ুন-বাইক ছেড়ে এবার বাবার চার চাকায় মন ছোট্ট Yuvaan-র, ভিডিয়ো পোস্ট করলেন Raj

fallbacks

তবে এই পোস্টের কিছু সময় পরই এটা ডিলিট করে দেন রঙ্গোলি। পরে ফের কঙ্গনার বেশকিছু শাড়ি পরা ছবি পোস্ট করে  সমালোচনার ধরন বদলে ফেলেন। কঙ্গনার শাড়ি পরা ছবির সঙ্গে রঙ্গোলি লেখেন, ''কঙ্গনা হল স্টাইল আইনকন, যিনি, দেশের হ্যান্ডলুম শিল্পকে পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছেন। আজ কঙ্গনাকে (Kangana Ranaut)  দেখে অল্পবয়সী যুবতীরা অনুপ্রাণিত হয়, যা দেখেও ভালো লাগে।'' 

আরো পড়ুন-বন্ধু হিসাবে মানসিকভাবে আমি Nikhil-র পাশে আছি, মুখ খুললেন বন্ধু Tridha Chowdhury

fallbacks

তাপসী (Taapsee Pannu) অবশ্য রঙ্গোলি চান্দেলের এই মন্তব্যে কোনও উত্তরই দেননি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More