Home> বিনোদন
Advertisement

Ranojoy Bishnu: বিতর্কের মাঝেই বড় খবর দিলেন রণজয়! এবার বলিউডে ডেবিউ অভিনেতার...

Main Mulayam: সম্প্রতি আক্ষেপ করে বলেছেন যে তাঁর প্রেম ও সম্পর্ক নিয়ে যত কথা হয়, তত কথা হয় না তাঁর কাজ নিয়ে। এবার কাজের দৌলতেই খবরের শিরোনামে রণজয় বিষ্ণু। বলিউডে ডেবিউ করছেন অভিনেতা। 

Ranojoy Bishnu: বিতর্কের মাঝেই বড় খবর দিলেন রণজয়! এবার বলিউডে ডেবিউ অভিনেতার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত বেশ কয়েকদিন ধরেই রণজয় বিষ্ণুর প্রেম ও সম্পর্ক নিয়ে উত্তাল নেটপাড়া। ঘটনার সূত্রপাত তাঁর প্রাক্তন সোহিনী সরকারের বিয়ের পর থেকেই। সোহিনীকে শুভেচ্ছা জানাতেই তাঁকে বিদ্রুপ করেন রণজয়ের আরেক প্রাক্তন সায়ন্তনী। এই বিদ্রুপ বিতর্কের মাঝেই বড় খবর দিলেন রণজয় বিষ্ণু। 

আরও পড়ুন- Jisshu-Nilanjana: নীলাঞ্জনার পাশে রাগেশ্বরী, শাশ্বতপত্নী মহুয়াও! বাবাকে নিয়ে বড় সিদ্ধান্ত যীশুকন্যা সারা-জারার...

বলিউডে ডেবিউ করছেন রণজয়। শুক্রবারই মুক্তি পাবে সেই ছবি। ছবির নাম ম্যায় মুলায়ম। এটি আসলে রাজনৈতিক নেতা মুলায়ম সিং যাদবের বায়োপিক। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণজয় বিষ্ণুকে। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর ছেলে রাজনৈতির নেতা অজিত সিংয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। 

ম্যায় মুলায়ম ছবির ট্রেলার প্রকাশ্যে এল রণজয়ের লুক। সেখানে রণজয় বিষ্ণুকে মোটা কালো ফ্রেমের চশমা, সাদা পোশাকে দেখা গিয়েছে। জানা যায় ২০২০ সালেই এই ছবির জন্য লুক টেস্ট দিয়েছিলেন রণজয়। তারপরেই শ্যুটিং। ছবির পরিচালক শুভেন্দু রাজ ঘোষ। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর সৌভিক দে। 

আরও পড়ুন- Kangana Ranaut: কঙ্গনাকে নোটিস হাইকোর্টের, সাংসদ পদ হারাতে চলেছেন অভিনেত্রী?

ছবিতে উঠে আসবে মুলায়ম সিং যাদবের ছাত্র রাজনীতি থেকে শুরু করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার সফর। থাকবে জরুরি অবস্থার কথাও। আর এই ছবিতে তথা মুলায়ম সিং যাদবের জীবনে অজিত সিংয়ের গুরুত্ব যে কম নয় সেটা বলার অপেক্ষা রাখে না। মুলায়ম সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন অমিত শেঠি। ইন্দিরা গান্ধীর চরিত্রে সুপর্ণা কারনিক, চৌধুরী চরণ সিং-এর চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ নামদেব। আগামী ২৬ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবিটি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More