Home> বিনোদন
Advertisement

লকডাউনে রানাঘাটের গরিব মানুষের পাশে দাঁড়ালেন রানু মণ্ডল

তাঁর গানের গলায় মুগ্ধ হিমেশ রেশমিয়া তাঁকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দেন। 

লকডাউনে রানাঘাটের গরিব মানুষের পাশে দাঁড়ালেন রানু মণ্ডল

নিজস্ব প্রতিবেদন : খুব বেশিদিন আগের কথা নয়, একদিন রানাঘাট স্টেশনে ভবঘুরের জীবন কাটিয়েছেন রানু মণ্ডল। তবে সোশ্যাল মিডিয়া তাঁর গাওয়া গান ভাইরাল হতেই আলোচনায় উঠে এসেছিলেন রানু মণ্ডল। ভবঘুরে থেকে রাতারাতি হয়ে গিয়েছিলেন সেলিব্রিটি। তাঁর গানের গলায় মুগ্ধ হিমেশ রেশমিয়া তাঁকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দেন। 

দেশজুড়ে লকডাউনের এই সময়, সেই রানু মণ্ডলই এবার এগিয়ে এলেন গরিবদের সাহায্যের জন্য।  একটি ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে, রানাঘাটের কিছু গরিব মানুষকে নিজের সাধ্যমতো চাল, ডাল, ডিম সহ আরও কিছু খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন রানু মণ্ডল। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-এবার উদিত নারায়ণের সঙ্গে গান রেকর্ড করলেন রানু মণ্ডল

আরও পড়ুন-করোনা জয়ী মনামী বিশ্বাসের সঙ্গে লাইভ আড্ডায় মিমি চক্রবর্তী

fallbacks

আরও পড়ুন-লকডাউনে বাড়িতে বোনের কাছেই চুল কাটলেন দাদা দেব

রানুর এই পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রসঙ্গত, বলিউডে হিমেশ রেশমিয়ার পাশাপাশি উদিত নারায়ণের সঙ্গেও গান গেয়ে ফেলেছেন রানু মণ্ডল। 

আরও পড়ুন-লকডাউনে গাছের পরিচর্যায় ব্যস্ত রচনা বন্দ্যোপাধ্যায়, ধর পড়লেন নো মেকআপ লুকে...

Read More