Home> বিনোদন
Advertisement

'আমি সন্তান চাই', নিজের মুখেই জানালেন রণবীর

 টক শোয়ে এসে দীপিকার সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন রণবীর সিং।

'আমি সন্তান চাই', নিজের মুখেই জানালেন রণবীর

নিজস্ব প্রতিবেদন: নিজের স্বপ্নের নায়িকা দীপিকা পাড়ুকোনের বিয়ের পর একবছর কাটিয়ে ফেলেছেন। এবার নিজের সন্তান চাইছেন রণবীর সিং! সম্প্রতি একটি টক শোয়ে এসে দীপিকার সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন রণবীর সিং।

সম্প্রতি একটি টক শোয়ে দীপিকার সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন রণবীর। টক শোয়ের প্রমোর ভিডিয়ো ক্লিপিংস ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে রণবীরকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। সেখানেই রণবীর বলেন, তিনি এবার নিজের সন্তানের পৃথিবীতে আসার অপেক্ষায় রয়েছেন। ভবিষ্যতে সন্তানদের সঙ্গে অনেক সময় কাটাতে চান। এখানেই অবশ্য শেষ নয়। ভবিষ্যতে ছবি পরিচালনায় আসতে চান বলেও জানান বলিউডের 'খলজি'। পাশাপাশি DJ-হয়ে সমুদ্র সৈকতে বেশ অনেকটা সময় কাটাতে চান বলেই মন্তব্য করেন রণবীর সিং। 

আরও পড়ুন-বিয়ের পিঁড়িতে হিনা, রকি জয়সওয়ালের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন?

fallbacks

প্রসঙ্গত, এর আগে বহুবার দীপিকার ছবি দেখে তাঁর সন্তানসম্ভবা হওয়ার জল্পনা তৈরি হয়েছে।

fallbacks

আরও পড়ুন-মেকআপ আর্টিস্টের ছেলের বিয়েতে হাজির সলমন

fallbacks

যদিও রণবীরের এই ইচ্ছার কথা শুনে দীপিকা অবশ্য এখনও কোনও মন্তব্য করেননি। তিনি এই মুহূর্তে 'ছপক' '৮৩' নিয়ে ব্যস্ত রয়েছেন। 

আরও পড়ুন-'হট' ফটোশ্যুটে বাঙালি অভিনেত্রী টিনা দত্ত

Read More