Home> বিনোদন
Advertisement

রান্না করতে গিয়ে আগুন লাগিয়ে বসলেন অভিনেত্রী রিচা চাড্ডা

 রান্না করতে গিয়ে আগুন লাগিয়ে বসেছিলেন অভিনেত্রী।

রান্না করতে গিয়ে আগুন লাগিয়ে বসলেন অভিনেত্রী রিচা চাড্ডা

নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপে প্রায় সব তারকারাই গৃহবন্দি। দেশজুড়ে লকডাউনের পরিস্থিতিতে বাড়িতে নিজেরাই নিজেদের রান্না করছেন। আর এবার নিজের হাতের রান্না করতে গিয়ে বিপত্তি ঘটিয়ে বসলেন অভিনেত্রী রিচা চাড্ডা। রান্না করতে গিয়ে আগুন লাগিয়ে বসেছিলেন অভিনেত্রী।

বুঝুন কাণ্ড!

রান্না করতে গিয়ে আগুন লেগে যাওয়ার ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী রিচা চাড্ডা। না ভয় পাওয়ার কিছু নেই। এই আগুন লাগার ঘটনায় অভিনেত্রীর সেভাবে কোনও ক্ষতি হয়নি। রিচার পোস্ট থেকে জানা যাচ্ছে, আগুনে কাঠের খন্তির সঙ্গে খাবারটিও পুড়ে গিয়েছে। দুঃখ পেয়ে অভিনেত্রী লিখেছেন, 'I Hate Coocking'।

আরও পড়ুন-করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়

fallbacks

আরও পড়ুন-'আর্থিক সাহায্য পেলে সংসারটা বেঁচে যেত', বাদশার সাহায্য বার্তা প্রসঙ্গে বললেন রতন কাহার

এদিকে রিচা চাড্ডা জানিয়েছেন দেশের লকডাউনের এই পরিস্থিতিতে বাড়ির সব কাজ তাঁকেই করতে হচ্ছে। রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, ঘরো মোছা থেকে সবকিছুই করছেন তিনি। এতটাই ব্যস্ততার মধ্যে কাটছে যে নতুন কোনও চিত্রনাট্যও পড়তে পারছেন না বলে জানিয়েছেন রিচা।

Read More