নিজস্ব প্রতিবেদন : শোকবার্তা এখন যেন সোশ্যাল মিডিয়াতেই আবদ্ধ। নেটিজেনের কাছে সমবেদনা জানেলেই সব দায়িত্ব যেন শেষ হয়ে যায়। এমনই 'আদর্শ' উদাহরণ দেখা গেল টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে।
রবিবার সকালে অভিনেত্রী রীতা কয়রালের মৃত্যুটা টালিগঞ্জের কাছে আকষ্মিকই ছিল। রাখি-বন্ধনের দজ্জাল জ্যেঠিমা যে আর নেই, সেটা যেন অনেকেই মেনে নিতে পারছিলেন না। সেই শোকের আবেগ উথলে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
তবে রীতা কয়রালের শেষকৃত্যের ছবিটা ছিল একেবারেই আলাদা। সেখানে দু-একজন ছাড়া প্রায় কাউকেই দেখা যায়নি। এমনটাই ক্ষোভ প্রকাশ করেন সঞ্চালিকা তথা অভিনেত্রী চৈতালী দাশগুপ্ত।নিজের ফেসবুক প্রোফাইলে চৈতালী দাশগুপ্ত লেখেন,''আজ শশ্মানে দাঁড়িয়ে খুব অবাক হলাম, মেয়েটা যে ৪০ বছর ইন্ডাস্ট্রিকে শ্রম, তার অসামান্য প্রতিভা (হোক সে উপস্থাপনা বা অভিনয়) উজার করে দিল তার শেষকৃত্যে আসার সময় হল না কারোর!?...তবে কি শিল্পীর এটাই পরিণতি!?''
চৈতালী দাশগুপ্তের এই ক্ষোভ প্রকাশের ঘটনায় ফেসবুকে অবশ্য অনেকেই সহমত হয়েছে। কমেন্টে অনেকেই বিষয়টিকে 'অমানবিক' হিসাবেই দেখছেন।
একইভাবে বলিউডেও বিনোদ খান্নার মৃত্যুর পর তাঁর শেষযাত্রায় কোনও নবীন প্রজন্মের উপস্থিত না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ঋষি কাপুর। পরে অবশ্য বিনোদ খান্নার প্রার্থনা সভায় প্রায় সকলেই উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদন : শোকবার্তা এখন যেন সোশ্যাল মিডিয়াতেই আবদ্ধ। নেটিজেনের কাছে সমবেদনা জানেলেই সব দায়িত্ব যেন শেষ হয়ে যায়। এমনই 'আদর্শ' উদাহরণ দেখা গেল টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে।
রবিবার সকালে অভিনেত্রী রীতা কয়রালের মৃত্যুটা টালিগঞ্জের কাছে আকষ্মিকই ছিল। রাখি-বন্ধনের দজ্জাল জ্যেঠিমা যে আর নেই, সেটা যেন অনেকেই মেনে নিতে পারছিলেন না। সেই শোকের আবেগ উথলে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
তবে রীতা কয়রালের শেষকৃত্যের ছবিটা ছিল একেবারেই আলাদা। সেখানে দু-একজন ছাড়া প্রায় কাউকেই দেখা যায়নি। এমনটাই ক্ষোভ প্রকাশ করেন সঞ্চালিকা তথা অভিনেত্রী চৈতালী দাশগুপ্ত।নিজের ফেসবুক প্রোফাইলে চৈতালী দাশগুপ্ত লেখেন,''আজ শশ্মানে দাঁড়িয়ে খুব অবাক হলাম, মেয়েটা যে ৪০ বছর ইন্ডাস্ট্রিকে শ্রম, তার অসামান্য প্রতিভা (হোক সে উপস্থাপনা বা অভিনয়) উজার করে দিল তার শেষকৃত্যে আসার সময় হল না কারোর!?...তবে কি শিল্পীর এটাই পরিণতি!?''
চৈতালী দাশগুপ্তের এই ক্ষোভ প্রকাশের ঘটনায় ফেসবুকে অবশ্য অনেকেই সহমত হয়েছে। কমেন্টে অনেকেই বিষয়টিকে 'অমানবিক' হিসাবেই দেখছেন।
একইভাবে বলিউডেও বিনোদ খান্নার মৃত্যুর পর তাঁর শেষযাত্রায় কোনও নবীন প্রজন্মের উপস্থিত না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ঋষি কাপুর। পরে অবশ্য বিনোদ খান্নার প্রার্থনা সভায় প্রায় সকলেই উপস্থিত ছিলেন।