Home> বিনোদন
Advertisement

Kharaj: 'সৌমিত্র চট্টোপাধ্যায় হলেন রাবড়ি', বললেন খরাজ মুখোপাধ্যায়

খরাজ মুখোপাধ্যায়(Kharaj Mukherjee) ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta) সম্পর্কে বলেন,'ও হল জিলিপি। না জিলিপি নয়, ও আরও প্যাঁচালো অমৃতি। কী যে প্ল্যানে চলে আর কী যে করবে বোঝা সম্ভব নয়।'

Kharaj: 'সৌমিত্র চট্টোপাধ্যায় হলেন রাবড়ি', বললেন খরাজ মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: খরাজ মুখোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত, দুজনেই দর্শকের পছন্দের অভিনেতা। টলিউডে কয়েক দশক একসঙ্গে কাজ করছেন তাঁরা। তাই একে অপরকে চেনেনও খুব ভালো। মুক্তির অপেক্ষায় 'বেলাশুরু'(Belashuru)। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় পরিচালিত এই ছবিতে জামাইবাবু ও শ্যালিকার চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। 

খরাজ মুখোপাধ্যায়(Kharaj Mukherjee) ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta) সম্পর্কে বলেন,'ও হল জিলিপি। না জিলিপি নয়, ও আরও প্যাঁচালো অমৃতি। কী যে প্ল্যানে চলে আর কী যে করবে বোঝা সম্ভব নয়। একটা কিছু চাওয়া হল ওর থেকে যেটা পাওয়া মুশকিল, সেটা দেখা গেল এমন কিছু বিরাট ব্যাপারই নয়। আবার যে জিনিসটা খুব সহজে ওর থেকে পাওয়া যাবে বলে মনে হল সেটা কিছুতেই পাওয়া যায় না। এরকম একটা মানুষ। কী যে আছে ভেতরে বোঝা খুবই মুশকিল।'

আসলে সবটাই বেলাশুরুর প্রচারে। এই ছবিতে খরাজ মুখোপাধ্যায় মিষ্টি খেতে ভালোবাসেন তাই সব অভিনেতাদের তিনি কোনও না কোনও মিষ্টির সঙ্গে তুলনা করেন। সেখানেই তিনি ঋতুপর্ণাকে অমৃতির সঙ্গে তুলনা করেছেন। তাঁর কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় হলেন রাবড়ি, স্বাতীলেখা সেনগুপ্ত হলেন পান্তুয়া, অপরাজিতা আঢ্য রসগোল্লা, নন্দিতা রায় নলেন গুড়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় হলেন জলভরা সন্দেশ, ইন্দ্রানী দত্ত চমচম, মনামী মিহিদানা, অনিন্দ্য পুরীর জিভে গজা, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় কালাকাঁদ, শঙ্কর চক্রবর্তী মোরব্বা  এবং প্রদীপ ভট্টাচার্য হলেন ছানাবড়া। আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে 'বেলাশুরু'। 

আরও পড়ুন: Raavan Special Screening Photo:রঞ্জিত মল্লিক-প্রসেনজিৎ থেকে কোয়েল-শুভশ্রী,'রাবণ'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে তারকার হাট

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More