Home> বিনোদন
Advertisement

Roopa Gangly : আবারও পর্দায় ফিরছেন বি আর চোপড়ার 'দৌপদী' রূপা!

টেলি পর্দার 'দৌপদী' তিনি। বি আর চোপড়ার পরিচালনায় একসময়ের জনপ্রিয় টেলি শো 'মহাভারত'-এর দর্শক রূপা গঙ্গোপাধ্যায়কে চিনেছিল 'দৌপদী' নামেই। তবে শুধু 'মহাভারত' নয়, হিন্দি, কন্নড়, বাংলা তিনভাষার ছবিতেই একসময় নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। কাজ করেছেন মৃণাল সেন, অনিল গঙ্গোপাধ্যায় থেকে গৌতম ঘোষ, অপর্ণা সেন, ঋতুপর্ণা ঘোষের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন রূপা। 

Roopa Gangly : আবারও পর্দায় ফিরছেন বি আর চোপড়ার 'দৌপদী' রূপা!

Roopa Gangly, BJP, Acting, জি ২৪ ঘন্টা ডিজিট্যাল ব্যুরো : টেলি পর্দার 'দৌপদী' তিনি। বি আর চোপড়ার পরিচালনায় একসময়ের জনপ্রিয় টেলি শো 'মহাভারত'-এর দর্শক রূপা গঙ্গোপাধ্যায়কে চিনেছিল 'দৌপদী' নামেই। তবে শুধু 'মহাভারত' নয়, হিন্দি, কন্নড়, বাংলা তিনভাষার ছবিতেই একসময় নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। কাজ করেছেন মৃণাল সেন, অনিল গঙ্গোপাধ্যায় থেকে গৌতম ঘোষ, অপর্ণা সেন, ঋতুপর্ণা ঘোষের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন রূপা। 

বহুদিন হল অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। যোগ দিয়েছেন রাজনীতিতে। বিজেপি নেত্রী হিসাবেই এখন তাঁকে চিনেছেন মানুষ।তবে রূপা গঙ্গোপাধ্যায়ের গুণমুগ্ধরা অনেকেই চান তিনি অভিনয় ফিরুন।সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন তিনি ফিরছেন। বাংলা ধারাবাহিকের হাত ধরেই তাঁকে আবারও অভিনয়ের দুনিয়ায় দেখা যাবে। শোনা যাচ্ছে একটি প্রখ্যাত টেলিভিশন চ্যানেলের 'খেলাঘর' নামে একটি ধারাবাহিকে মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন-'কাদা ছোড়াছুড়ি করতে চাই না, তবে অযোগ্য লোককে বিশ্বাস করে ফেলেছিলাম...'

fallbacks

তবে ধারাবাহিকের গল্প কী, সত্যিই তাতে রূপা গঙ্গোপাধ্যায় অভিনয় করছেন কিনা, তা চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি। এমনকি রূপা গঙ্গোপাধ্যায় নিজেও এনিয়ে কিছু বলেননি। প্রসঙ্গত, শুধু অভিনয় নয়, গায়িকা হিসাবেও বেশ সুনাম রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়ের। এজন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

Read More