Home> বিনোদন
Advertisement

RRR: নেতাজির পছন্দের দুই চরিত্রই 'RRR'- এর প্রাণ! তাঁরা কারা?

RRR: ইতিহাস সৃষ্টি করলেন এসএস রাজামৌলি। তাঁর হাত ধরেই, 'RRR' ছবির সাধ্যমে জানা গেল ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার দুই কিংবদন্তি যোদ্ধার কথা। প্রমাণ করে দিলেন, চলচ্চিত্রই হল সমাজের প্রতিফলন। পরিচালক দাবি জানালেন যে, নেতাজি না থাকলে হয়তো এই দুই মহান স্বাধীনতা সংগ্রামীর কথা কারুর জানা সম্ভবই হত না। কিন্তু, সিনেমার এই দুই চরিত্র, বাস্তবে আসলে কারা? 

RRR: নেতাজির পছন্দের দুই চরিত্রই 'RRR'- এর প্রাণ! তাঁরা কারা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসএস রাজামৌলির 'RRR' ছবির নাম গত কয়েক মাসে দ্রুত ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ফিল্মটি শুধুমাত্র পরাধীন ভারতের ছবি তুলে ধরেছে তা নয় বরং ভারতীয় ঐতিহাসিক ও পৌরাণিক বিষয়বস্তুও তুলে ধরে। এই তিন ঘণ্টার অ্যাকশন ফিল্মটির বিখ্যাত গান 'নাটু নাটু'-র হাত ধরে ভারত পেয়ে যায় অস্কার। 'নাটু নাটু' গানটি সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতে ভারতীয় চলচ্চিত্রে আরও এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

'RRR' ছবিটি নেতাজি সুভাষ চন্দ্র বসুর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। ছবির মুখ্য চরিত্রে ছিলেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। আল্লুরি সীতারাম রাজুর চরিত্রে অভিনয় করেন রাম এবং কমারাম ভীম-এর চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। ছবির গল্পটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার দুই কিংবদন্তি যোদ্ধা- আল্লুরি সীতারাম রাজু এবং কমারাম ভীম -কে কেন্দ্র করেই তৈরি করেছিলেন পরিচালক এসএস রাজামৌলি। ছবিতে আল্লুরি সীতারাম রাজুকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায়। পাশাপাশি জুনিয়র এনটিআরকে দেখা গেছে একজন ট্রাইবাল নেতা হিসেবে। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তাঁদের লড়াই নিয়ে গড়ে ওঠে সিনেমার গল্পটি। কিন্তু, সিনেমার এই দুই চরিত্র, বাস্তবে আসলে কারা? স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসুর সঙ্গে তাঁদের যোগসূত্র কোথায়?

আরও পড়ুন,  Fiddler's Green: বিশ্ব ফোকের মিক্স অ্যান্ড ম্যাচে ফিডলার'স গ্রিন নিয়ে এল প্রথম অ্যালবাম

কমরম ভীম

'RRR' এ কমরাম ভীমের চরিত্রটিকে ব্রিটিশ দ্বারা অত্যাচারিত একজন ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। যখন তার গ্রামের একজন যুবতীকে একজন ব্রিটিশার   অপহরণ করে, ভীম তাকে খুঁজতে এবং উদ্ধার করতে দিল্লিতে যান। তাঁকে  গল্পে যেভাবে একজন বীর হিসেবে দোখানো হয়, বাস্তবেও তিনি ছিলেন এমনই একজন বীর।

 

আল্লুরি সীতারামা রাজু 

আল্লুরী সীতারাম রাজু ৪ জুলাই, ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকেই তিনি সবসময় ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন। তিনি আদিবাসীদের নেতৃত্বও দেন। তাঁর নেতৃত্বে তৈরি বাহিনী  ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর লড়াইকে আরও শক্তিশালী করে তোলে।

 

fallbacks

 

ফিল্মের গল্পে, কাকতালীয় ভাবে এই দুই ব্যক্তি- রাজু এবং ভীম, একে অপরের মুখোমুখি হন। তারা খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে ওঠেন। পরে তাঁরা একে অপরের মিশন সম্পর্কে জানতে পারেন। যদিও এই ঘটনার কোনও ঐতিহাসিক রেকর্ড নেই।

আরও পড়ুন, Aamir Khan Birthday: আমিরের ত্যাগে কেরিয়ার গড়েছেন শাহরুখ-সলমান...

চলচ্চিত্রকে আমরা প্রায়ই সমাজের প্রতিফলন বলে থাকি। তাঁর এক জলজ্যান্ত উদাহরণ ফিল্ম 'RRR'। যদিও কমরাম ভীম এবং আল্লুরি সীতারাম রাজুর বাস্তব জীবনের ঘটনাগুলির উপর খুব বেশি নির্ভর করে না 'RRR', তবে নেতাজির সুভাষচন্দ্র বসুর সুত্রে বাংলার সঙ্গে একটি চমৎকার সংযোগ রয়েছে ছবিটির। দীর্ঘদিন রাম ও ভীমের কথা কেউ জানত না পর্যন্ত।  অতএব, 'RRR' ছবির 'নাটু নাটু' গানের গীতিকার  চন্দ্রবোসের  ও মিউজিক কম্পোজার এম এম কিরাভানির কারণে ভারতের ইতিহাসের দুজন বিশিষ্ট যোদ্ধার কথা পৌঁছে যায় সাধারণ মানুষদের কাছে। এমনকী এই দুই দেশপ্রেমীর উদ্দেশে সাধুবাদ জানিয়েছিলেন নেতাজি স্বয়ং। পরিচালক এসএস রাজামৌলির দাবি জানান যে নেতাজি না থাকলে হয়তো এই দুই মহান স্বাধীনতা সংগ্রামীর কথা কারুর জানা সম্ভবই হত না। 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More