Home> বিনোদন
Advertisement

পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে জোর ঝগড়া শাহরুখের?

এখনও পর্যন্ত শাহরুখ কোনও ছবির কাজে হাত দিয়েছেন বলেও শোনা যাচ্ছে না।

পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে জোর ঝগড়া শাহরুখের?

নিজস্ব প্রতিবেদন: একের পর এক ছবি ফ্লপ। বিশেষ করে বক্স অফিসে 'জিরো' মুখ থুবড়ে পড়ার পর ভেবেচিন্তে পরবর্তী ছবিতে সই করতে চান শাহরুখ। এখনও পর্যন্ত শাহরুখ কোনও ছবির কাজে হাত দিয়েছেন বলেও শোনা যাচ্ছে না।

এদিকে, বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, বক্স অফিসে 'জিরো' ফ্লপ হওয়া নিয়ে নাকি শাহরুখ ও পরিচালক আনন্দ এল রাইয়ের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। 'বলিউড হাঙ্গামা' সূত্রে খবর, যে শাহরুখ যিনি 'জিরো'র মুক্তির আগে পর্যন্ত পরিচালক আনন্দ এল রাইয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, সেই তিনিই নাকি পরিচালকের সঙ্গে ফোনে কথা বলাও বন্ধ করে দিয়েছেন। এমনকি বক্স অফিসে 'জিরো'র মুখ থুবড়ে পড়ার পিছনে শাহরুখ পরিচালক এল রাইকেই দায়ী করেছেন বলেও শোনা যাচ্ছে। যদিও এবিষয়ে আনন্দ এল রাইয়ের মতামত ঠিক কী তা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন-মধুচন্দ্রিমার ছবি শেয়ার করলেন শ্রাবন্তীর বর রোশন

fallbacks

যদিও এবিষয়ে শাহরুখ বা আনন্দ এল রাই কেউই প্রকাশ্যে কিছুই বলেননি। তবে আরও একটি সূত্র জানাচ্ছে পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে শাহরুখের দ্বন্দের এই খবর পুরোটাই ভুল। কেউ কেউ এনিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছেন বলেও মনে করছেন অনেকে। 

আরও পড়ুন-সেলিব্রিটি নয়, সাধারণ বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে মন জয় করলেন শাহরুখ

Read More