সৌমিতা মুখোপাধ্যায়: রবিবার আন্তর্জাতিক ফাদার্স ডে। জুন মাসের তৃতীয় রবিবার সারা বিশ্বের পিতাদের উদ্দেশে সেলিব্রেট করা হয় এই দিন। মাকে নিয়ে অনেক কথা অনেক আবেগই দেখা যায় গানে কবিতায় সিনেমায়, সেই তুলনায় বাবার কথা অনেকটাই অনুচ্চারিত। কবি রণজিৎ দাস লিখেছিলেন, বাবা-রা হলেন পাওয়ার স্টেশন। অলক্ষেই শহর থেকে দূরে থাকে পাওয়ার স্টেশন। কিন্তু সারা শহর তার দ্বারাই চালিত। রূপমের জীবনেও বাবা হলেন সেই পাওয়ার স্টেশন, তাঁর গানে কথাতেই টের পাওয়া গেল। বাবা বললেই কোন কথা মনে আসে রূপমের?
রূপম বলেন,'বাবা বলতে আমার অনেক অনুভূতির কথা মনে পড়ে। যাঁরা রূপম ইসলাম একক দেখেছেন তাঁরা বুঝবেন। বাবাকে নিয়ে বললে অনেক কথা বলতে হয়। সেসব একটা বড় ইতিহাস। আমি শ্রোতাদের সঙ্গে তা শেয়ার করে থাকি। কিন্তু শ্রোতাদের যে স্নেহ আশীর্বাদ ভালবাসা আমি পেয়েছি, আমার বাবা দেখে যাননি। আমার বাবার বড্ড ইচ্ছা ছিল যে মানুষ আমার গান গ্রহণ করুন। কিন্তু আমার বাবা অনেকটাই বেশি আমার রিজেকশন দেখে গেছেন। এইচএমভি-র রেকর্ড আমার বাবা দেখে গেছেন কিন্তু সেই অ্যালবামটা প্রথম যখন রিলিজ করেছিল তখন যেকোন রকমভাবে এখানে চেপে গিয়েছিল। পরবর্তীকালে সেটা সুপারডুপার হিট হয়। বাংলাদেশ থেকে প্রথম প্রশংসা আসে। পাইরেসির মাধ্যমে ওখানে পৌঁছেছিল। সেই পাইরেটেড ক্যাসেট বিরাট বিক্রি হয়। কিন্তু সেই খবরটা বাবার কাছে পৌঁছায়নি। বাবা তার আগে ২০০০ সালে চলে গেছেন।'
তিনি আরও জানান যে,'আমার শ্রোতাদের কাছে আমি গানের আঙ্গিকেই বাবার গল্প বলি। 'এখনও তোমায় দেখানো বাকি' গানের মাধ্যমে, 'দেওয়ালি পি' যেটা ফসিলসের এখন অবধি রিলিজ হওয়া শেষ অ্যালবামের অন্যতম গান, এই দুটো গানের মাধ্যমেই আমি একক অনুষ্ঠানে বাবার গল্প বলি আর সেটা মানুষ যেভাবে নিজের সঙ্গে রিলেট করে, সেটাই আমার বাবাকে দেওয়া আমার সেরা শ্রদ্ধার্ঘ বলে আমি মনে করি।'
আরও পড়ুন: Priyanka Chopra: 'জন্মের পর ১০০ দিন হাসপাতালে মেয়েকে সামলেছে প্রিয়াঙ্কা', বললেন নিক