Home> বিনোদন
Advertisement

Saheb Bhattacharya| Sonika Chauhan Accident: পুণেতে মদ্যপ নাবালকের গাড়ি কাড়ল ২ প্রাণ, সোনিকার স্মৃতিতে রক্তাক্ত সাহেব...

Pune Porsche Accident: বছর সাতেক আগের ঘটনা। ২০১৭-র ২৯ এপ্রিল ভোররাতে রাসবিহারী মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের। অভিযোগ উঠেছিল, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। পুণেতে মদ্যপ নাবালকের গাড়ি কাড়ল ২ প্রাণ, এই ঘটনাতেই সোনিকার স্মৃতি ফিরে ফিরে এল সাহেবের কাছে।

Saheb Bhattacharya| Sonika Chauhan Accident: পুণেতে মদ্যপ নাবালকের গাড়ি কাড়ল ২ প্রাণ, সোনিকার স্মৃতিতে রক্তাক্ত সাহেব...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত রবিবার পুণেতে ভোরের আলো ফুটতে না ফুটতেই দুই মোটরবাইক আরোহীকে পিষে দিয়েছিল একটি বিলাসবহুল পোর্শে(Pune Porsche Accident)। চালকের আসনে বসে থাকা বছর সতেরোর নাবালকের দিকেই অভিযোগের তির। জানা যায় যে দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই দু’টি পানশালায় ঢুকেছিল অভিযুক্ত নাবালক। তারপর পান করেই গাড়ি চালিয়ে এই দুর্ঘটনা। এই ঘটনাই ফের নাড়া দিয়ে গেল অভিনেতা সাহেব ভট্টাচার্যকে(Saheb Bhattacharya)। 

আরও পড়ুন- Shah Rukh Khan Hospitalised: সুহানার জন্মদিনে আচমকা অসুস্থ শাহরুখ, ভর্তি হাসপাতালে, এখন কেমন আছেন কিংখান?

বছর সাতেক আগের ঘটনা। ২০১৭-র ২৯ এপ্রিল ভোররাতে রাসবিহারী মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের। ঘড়িতে তখন ভোর সাড়ে ৩টে। দুরন্ত গতিতে ছুটে গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী মোড়ের দিকে ছুটে আসছিল একটি সাদা টয়োটা করোলা অলটিস গাড়ি। স্টিয়ারিংয়ে ছিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। পাশেই বসে ছিলেন বান্ধবী সনিকা সিং চৌহান।

সেইসময়ই লেক মলের পাশের গলি থেকে আচমকা বেরিয়ে আসে আরেকটি গাড়ি। সাঁ করে সেই গাড়িটি চলে যায় রাসবিহারী মোড়ের দিকে। ওই গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট এড়াতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় অভিনেতা বিক্রমের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে টয়োটা গাড়িটি গিয়ে সোজা ধাক্কা মারে ডিভাইডারে। ভোররাতে হঠাত্‍ একটা বিকট আওয়াজ শুনতে পান স্থানীয়রা। আওয়াজ শুনে ছুটে এসে তাঁরা দেখেন, ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার অন্যপারে ফুটপাথে ছিটকে গিয়ে পড়েছে অভিনেতার গাড়ি।

আরও পড়ুন- Bangladesh MP Murder: নৃশংস! শ্বাসরোধ করে খুন, টুকরো টুকরো করে পাচার দেহ, বাংলাদেশের MP খুনে চাঞ্চল্যকর তথ্য...

দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিনেতা বিক্রম চ্যাটার্জি ও তাঁর বান্ধবী সোনিকা সিং চৌহান। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মডেল সনিকা সিং চৌহানের। প্রথম থেকেই এই ঘটনায় অভিনেতা বিক্রম চ্যাটার্জির বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ ওঠে। তিনি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ। পুণের এই ঘটনায় যেন পুরনো স্মৃতিই ফিরে এল সাহেবের। তিনি দুর্ঘটনার ছবি পোস্ট করে লেখেন, 'আবারও মদ্য়পান করে গাড়ি চালানোর জন্য দুটো প্রাণ চলে গেল, কখন এসব থামবে?'

fallbacks

উল্লেখ্য ইতোমধ্য়েই গ্রেফতার করা হয়েছে ওই কিশোরের বাবাকে। পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানান যে, গত শনিবার রাত ১০টা ৪০ মিনিট নাগাদ নিজের বন্ধুবান্ধবদের নিয়ে কোজি নামের ওই পানশালায় প্রথম ঢুকেছিল। সেখানে তারা বিল হিসেবে মোট ৪৮ হাজার টাকা মিটিয়েছিল। সতেরো বছর বয়সি ওই নাবালকের ২৫ বছর না হওয়া পর্যন্ত তার গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র পরিবহণ দফতর।

 

 

Read More