Home> বিনোদন
Advertisement

Saif Ali Khan Bhopal properties: কীভাবে ভোপালে ১৫০০ কোটির 'নবাবি' সম্পত্তি পেলেন সইফ? হাইকোর্টের রায়ে মাথায় হাত অভিনেতার!

Saif Ali Khan Property: পতৌদির নবাব ছিলেন মনসুর আলি খান পতৌদি। তাঁর ছেলে সইফ আলি খান ছোটে নবাব নামেই খ্যাত। পতৌদিতে তাঁদের কোটি কোটি টাকার সম্পত্তি। কিন্তু এর বাইরেও ভোপালে ১৫০০ কোটির সম্পত্তি আছে সইফের নামে। তবে এবার সেই সম্পত্তিই হাতছাড়া হওয়ার মুখে। সইফ, তাঁর বোন ও মা-কে ভোপালের নবাবের একমাত্র আইনি উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু গত ৩০ জুন, মধ্যপ্রদেশ হাইকোর্ট এই আদেশ বাতিল করে। কীভাবে এই সম্পত্তি পেলেন তাঁরা?

Saif Ali Khan Bhopal properties: কীভাবে ভোপালে ১৫০০ কোটির 'নবাবি' সম্পত্তি পেলেন সইফ? হাইকোর্টের রায়ে মাথায় হাত অভিনেতার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি সইফ আলি খান (Saif Ali Khan) একটি আইনি বিপর্যয়ের সম্মুখীন হন। সইফ, তাঁর বোন ও মা-কে ভোপালের নবাবের একমাত্র আইনি উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু গত ৩০ জুন, মধ্যপ্রদেশ হাইকোর্ট এই আদেশ বাতিল করে। যদিও সইফ এবং তাঁর পরিবার এখনও এই সম্পত্তির সমস্ত অধিকার হারায়নি, তবে তাঁদের আইনি লড়াই এখন আরও কঠিন হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণভাবে, এই মামলা ‘এনিমি প্রপার্টি’ সংক্রান্ত মামলা থেকে আলাদা, যেটি সইফ এই সম্পত্তি নিয়ে লড়ছেন।

আরও পড়ুন- Parag Tyagi on Shefali's pet: শেফালীর শোকে খাওয়া-দাওয়া ছেড়ে অসুস্থ! কেঁদে কেঁদে শুধুই 'মা'কে খুঁজছে সিম্বা? উদ্বিগ্ন অনুরাগীদের পরাগ বললেন...

সোমবার বার এবং বেঞ্চের প্রতিবেদন অনুসারে আদেশে বলা হয়েছে, “যেহেতু ট্রায়াল আদালত মামলার অন্যান্য দিক বিবেচনা না করেই মামলাগুলি খারিজ করে দিয়েছে, তাও সুপ্রিম কোর্ট কর্তৃক ইতোমধ্যেই বাতিল করা রায়ের উপর নির্ভর করে, তাই বিষয়গুলি নতুন করে সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রায়াল আদালতে ফেরত পাঠানো প্রয়োজন কারণ এগুলি ভাগাভাগির মামলা এবং যদি শেষ পর্যন্ত, ট্রায়াল আদালত এই সিদ্ধান্তে পৌঁছায় যে মামলাগুলি অনুমোদিত হতে হবে, তাহলে প্রাথমিক ডিক্রি দেওয়ার সময় কেবলমাত্র ট্রায়াল আদালত পক্ষগুলির ভাগ নির্ধারণ করতে পারে এবং ভাগাভাগির প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে ট্রায়াল আদালত নিজেই এটি আরও চূড়ান্ত করতে পারে”।

কী এই মামলা?

সইফ আলি খান ভোপালের সম্পত্তি তাঁর ঠাকুরমা সাজিদা বেগমের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে লাভ করেন। সাজিদার বাবা হামিদুল্লাহ খান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব। যিনি ১৯৬০ সালে প্রয়াত হন। তাঁর সম্ভাব্য উত্তরাধিকারী ছিলেন তাঁর বড় মেয়ে আবিদা বেগম, তবে ১৯৫০ সালে তিনি পাকিস্তানে চলে যান। তারপর সাজিদা তাঁর স্থান গ্রহণ করেন, এবং তাকে ১৫,০০০ কোটি টাকার বেশি মূল্যমানের সম্পত্তি উত্তরাধিকার হিসেবে মেলে। সাজিদা বেগমের বিবাহ হয়েছিল ইফতিখার আলি খান পতৌদির সঙ্গে, যিনি পতৌদির নবাব ছিলেন। তাদের ছেলে মনসুর আলি খান 'টাইগার পতৌদি' ছিলেন বিখ্যাত ক্রিকেটার এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের স্বামী। তাঁদের সন্তানরা হলেন সইফ, সোহা, এবং সাবা আলি খান।

আরও পড়ুন- Nora Fatehi: সোশ্যালে রহস্যময় পোস্ট! ক্যামেরার থেকে লুকিয়ে কাঁদতে কাঁদতে দেশ ছাড়লেন নোরা...

এই বর্তমান মামলা ২৫ বছর আগে হামিদুল্লাহ খানের পরিবারের অন্যান্য সদস্যরা, যেমন তাঁর ভাই উবাইদুল্লাহ খান এবং তৃতীয় মেয়ে রাবিয়া বেগম, যারা নবাবের ব্যক্তিগত সম্পত্তির ভাগ চেয়েছিলেন, তাদের দায়ের করেছিলেন। মুসলিম পার্সোনাল ল (শরিয়াত) আইন, ১৯৩৭ অনুযায়ী তাঁরা নবাবের ব্যক্তিগত সম্পত্তির ভাগাভাগি ও উত্তরাধিকার দাবি করছেন। ১৯৯৯ সালে তাঁরা প্রথম ট্রায়াল কোর্টে আবেদন জানায়। এক বছর পর তাঁরা মধ্যপ্রদেশ হাইকোর্টে ট্রায়াল কোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন জানায়। হাইকোর্ট এখন ১৯৯৯ সালের আদেশ বাতিল করে এই মামলাটি পুনরায় ট্রায়াল কোর্টে পাঠিয়েছে এবং নির্দেশ দিয়েছে যে "ট্রায়াল কোর্ট যেন দ্রুত, এক বছরের মধ্যে, এই মামলার সিদ্ধান্ত নেয়।

এনিমি প্রপার্টি মামলা কী?

এটি ভোপাল এবং তাঁর আশেপাশের কিছু মূল সম্পত্তি নিয়ে একটি মামলা, যার মধ্যে রয়েছে ফ্ল্যাগ স্টাফ হাউস, যেখানে সইফ তাঁর শৈশব কাটিয়েছেন। এছাড়াও রয়েছে নূর-আস-সাবা প্যালেস হোটেল, দার-উস-সালাম, হাবিবি বাংগালো, আহমেদাবাদ প্যালেস, এবং কোহেফিজা সম্পত্তি। আবিদা বেগম পাকিস্তানে চলে যাওয়ার পর, এগুলো 'এনিমি প্রপার্টি' হিসেবে ঘোষণা করা হয়। এনিমি প্রপার্টি হল, সেইসব সম্পত্তি যেগুলি ভারতীয়রা তাঁদের দেশত্যাগ করে চলে যাওয়া আত্মীয়দের কাছ থেকে পেয়েছেন, যাঁরা পাকিস্তান বা চিনের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। ১৯৬৫ এবং ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, এবং ১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধের পর, ভারত সরকার পাকিস্তান বা চিনের নাগরিকদের মালিকানাধীন সম্পত্তি নিয়ন্ত্রণে নেয়। জানুয়ারি মাসে, মধ্যপ্রদেশ হাইকোর্ট সইফ আলি খানকে সরকারের ‘এনিমি প্রপার্টি’ আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য নির্দেশ দেয়। 

আরও পড়ুন- Shefali Jariwala: মাত্র ৭০০০ টাকার জন্য ‘কাঁটা লাগা’ করতে চেয়েছিলেন! শেফালীর মৃত্যুর পর বড় সিদ্ধান্ত নির্মাতাদের...

ভোপালের বেগমরা

হামিদুল্লাহ খান ছিলেন ভোপালের পাঁচ প্রজন্মের প্রথম পুরুষ, যিনি সিংহাসনে বসেছিলেন। ভোপালের বেগম সুলতান জাহান, হামিদুল্লাহ খানের মা, ছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর। ভোপালের বেগমদের ইতিহাস অত্যন্ত আকর্ষণীয়, ১৮১৯ সালে বেগম কুদসিয়া ব্রিটিশদের কাছে দাবি করেন যে মেয়েরা সিংহাসন উত্তরাধিকারী হতে পারে। এরপর, বেগম সিকান্দর, শাহজাহান এবং সুলতান জাহানদের শাসনকাল আসে। বেগম সুলতান জাহান, হামিদুল্লাহ খানের মা, ছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর। আবিদা বেগমের ছেলে শাহারিয়ার খান পরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব হন। তিনি "দ্য বেগমস অফ ভোপাল" নামক একটি বই লিখেছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More