Home> বিনোদন
Advertisement

প্রথম সপ্তাহে বক্স অফিসে ছাপ ফেলতে পারল না সইফের ‘শেফ’

প্রথম সপ্তাহে বক্স অফিসে ছাপ ফেলতে পারল না সইফের ‘শেফ’

ওয়েব ডেস্ক: মাত্র তিন দিন হল মুক্তি পেয়েছে সইফ আলি খানের নতুন ছবি ‘শেফ’। তবে প্রথম ৩ দিনে বক্স অফিসে তেমন ছাপ ফেলতে পারল না এই ছবি। পরিচালক রাজা মেননের এই ছবি প্রথম সপ্তাহ শেষে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইট করে এই ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন।

সলমন খানের বিরুদ্ধে FIR করলেন এক বিগ বস প্রতিযোগী!

৬ অক্টোবর মুক্তি পেয়েছে সইফ আলি খান অভিনীত ছবি ‘শেফ’। শুক্রবার এই ছবি ব্যবসা করেছে ১.০৫ কোটি টাকার। শনিবার ১.৩৫ কোটি টাকার। এবং রবিবার ১.৬০ কোটি টাকার। অর্থাত্‌, তিন দিনে সইফ আলি খানের ছবি ব্যবসা করেছে মোট ৪ কোটি টাকার। প্রসঙ্গত, ‘শেফ’ ছবিটি হলিউড ছবি ‘শেফ’-র অনুপ্রাণিত।

এবছর নিজের জন্মদিন সেলিব্রেট করবেন না অমিতাভ বচ্চন! জানেন কেন?

Read More