জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিভি অভিনেতা রাজেশ কুমার (Rajesh Kumar), যিনি 'সারাভাই ভার্সেস সারাভাই' (Sarabhai vs Sarabhai) ধারাবাহিকে রোশেবের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন, সম্প্রতি মোহিত সুরি পরিচালিত রোম্যান্টিক ড্রামা 'সাইয়ারা'-র (Saiyaara) মাধ্যমে ফের বড়পর্দায় ফিরে এসেছেন। নবাগত আহান পান্ডে (Ahan Pandey) এবং অনীথ পাড্ডা (Aneeth Padda) অভিনীত এই ছবিটি বক্স অফিসে ৪০০ কোটি টাকার বেশি আয় করে এ বছরের অন্যতম ব্লকবাস্টার হিট হিসেবে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন- Shah Rukh Khan: প্রথম জাতীয় পুরস্কার জয়! ভিডিয়ো বার্তায় ভক্তদের ধন্যবাদ, কিন্তু হাতে ব্যান্ডেজ কেন?
যদিও এখন তিনি সাফল্যের শিখরে, কিন্তু তাঁর শুরুর দিনগুলো ছিল কঠিন আর্থিক সংকটে ভরা। সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে রাজেশ কুমার জানান, কীভাবে তিনি ২ কোটি টাকার ঋণে ডুবে গিয়েছিলেন এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ২৫০০ টাকা অবশিষ্ট ছিল।
অভিনয় থেকে দূরে থাকার সময়কাল
২০১৯ সালে রাজেশ কুমার অভিনয় থেকে বিরতি নিয়ে চাষবাস শুরু করার সিদ্ধান্ত নেন। তিনি পালঘরে ২০ একর জমি ভাড়া নিয়েছিলেন। কিন্তু তার এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় যখন খারাপ আবহাওয়ার কারণে তার লাগানো ১৫,০০০ চারা নষ্ট হয়ে যায়। এতে তিনি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েন। তিনি বলেন, “ওই এলাকায় এর আগে কখনও বন্যা হয়নি, কিন্তু সেই বছর প্রবল বৃষ্টিতে আমার সমস্ত গাছ নষ্ট হয়ে যায়। এটা ছিল আমার জন্য এক কঠিন শুরু।”
লকডাউনে আর্থিক সংকট আরও বাড়ে
রাজেশ কুমারের সমস্যা এখানেই শেষ হয়নি। একটি সাক্ষাৎকারে তিনি জানান, কোভিড-১৯ লকডাউনের কারণে তার দ্বিতীয়বারের চাষের উদ্যোগও ব্যর্থ হয়। ততদিনে তার সমস্ত সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল এবং কোনো আয় ছিল না। তিনি এতটাই দেউলিয়া হয়ে গিয়েছিলেন যে, মাত্র ২৫০০ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স থাকায় তিনি তার সন্তানদের জন্য এক প্যাকেট চকোলেটও কিনতে পারতেন না।
এই সময়ে তিনি সবজি চাষও শুরু করেন এবং তার ছেলের স্কুলের বাইরে একটি ছোট দোকান দেন। কিন্তু আর্থিক দুর্দশা তাতেও কাটেনি। অবশেষে তিনি বলেন, "শেষ পর্যন্ত আমি চাষ ছেড়ে আবার অভিনয়ে ফিরে আসি। এই কঠিন সময়ে পরিবারের সমর্থন তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল বলে তিনি জানান। 'সাইয়ারা' ছবিতে অনীথ পাড্ডার বাবার চরিত্রে তার অভিনয় সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে, যা ছবির আবেগঘন গল্পে আরও গভীরতা এনে দিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)