Home> বিনোদন
Advertisement

‘বিগ বস সিজন ১১’-এর ঘরের প্রথম ছবি ফাঁস! দেখুন

‘বিগ বস সিজন ১১’-এর ঘরের প্রথম ছবি ফাঁস! দেখুন

ওয়েব ডেস্ক: আর বাকি মাত্র একটা সপ্তাহ। তারপর  শুরু হবে টেলিভিশনের সব থেকে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস সিজন ১১ । তার আগে হবে প্রিমিয়ার। সেইদিন প্রতিযোগীরা একে একে ঢুকবেন বিগ বসের ঘরে। তারপর শুরু হবে টিকে থাকার লড়াই।

জানেন ‘বিগ বস ১১’-এর এপিসোড পিছু কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সলমন খান?

টেলিভিশনের সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস দর্শকদের খুবই পছন্দের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যাকে বিগ বস সিজন ১১-র ঘরের প্রথম ছবি বলে মনে করা হচ্ছে। যদিও ছবিটি আসল কিনা সেই প্রসঙ্গে বিগ বস কর্তৃপক্ষের পক্ষে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। তবে উপর থেকে তোলা ছবিটি দেখে অনেকেই মনে করছেন, সেটি বিগ বসের ঘরেরই ছবি। আপনিও ছবিটি দেখে নিন। বলুন আপনার কী মনে হচ্ছে ছবিটি দেখে।

fallbacks

Read More