ওয়েব ডেস্ক: গতকালই মুক্তি পেয়েছে বলিউড ভাইজান সলমন খানের নতুন ছবি টিউবলাইট । ইদ মানেই সলমন খানের ছবি। প্রত্যেক বছর ইদের সময়ে বলিউড ভাইজানের কোনও না কোনও ছবি মুক্তি পাবেই। আর সলমন খানের ছবি মানেই ব্লকবাস্টার হিট।
সলমন খানের নতুন ছবি টিউবলাইট নিয়ে আগে থেকেই দর্শকেরা উন্মুখ হয়েছিলেন। তাই ছবি মুক্তি পেতেই সিনেমাহলে দর্শকদের বাঁধ ভেঙে পড়ল। বক্স অফিসেও তার প্রভাব পড়ল। সিনেমা সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে টিউবলাইটের প্রথম দিনের বক্স অফিস কালেকশন জানিয়েছেন। প্রথম দিনে ২১.১৫ কোটি টাকার ব্যবসা করল এই ছবি।