Home> বিনোদন
Advertisement

সলমন-ঐশ্বর্যকে মিলিয়ে দিচ্ছেন শাহিদ কাপুর?

আচমকা এমন কথা কেন বললেন শাহিদ!

সলমন-ঐশ্বর্যকে মিলিয়ে দিচ্ছেন শাহিদ কাপুর?

নিজস্ব প্রতিবেদন: পদ্মাবত-এর সিক্যুয়েলে সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চনকে দেখতে চান। হাম দিল দে চুকে সনম-এ যাঁদের কাস্ট করা হয়েছিল, সেই সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন এবং অজয় দেবগনকে তিনি পদ্মাবত-এর সিক্যুয়েলে দেখতে চান বলে জানান শাহিদ কাপুর।
সম্প্রতি নেহা ধুপিয়ার শো নো ফিল্টার নেহা-য় হাজির হন শাহিদ কাপুর। সেখানেই পদ্মাবত-এর সিক্যুয়েল হলে সেখানে কাঁদের কাস্ট করা হবে, তা নিয়ে প্রশ্ন করা হয় শাহিদ কাপুরকে। যার উত্তরে শাহিদ সলমন, ঐশ্বর্য এবং অজয় দেবগনের নাম করেন 'কবীর সিং' অভিনেতা।

fallbacks
নো ফিল্টার নেহা-য় সলমন, ঐশ্বর্যর পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের সম্পর্ক নিয়েও জিজ্ঞাসা করা হয় শাহিদকে। যার উত্তরে শাহিদ বলেন, প্রিয়াঙ্কা এবং নিকের এক অপরকে আরও ভালভাবে বোঝা উচিত এবং জানা উচিত। তবেই তাঁদের সম্পর্ক আরও শক্তপোক্ত হবে বলে মত প্রকাশ করেন শাহিদ।
এসবের পাশাপাশি জাহ্নবী কাপুর এবং ইশান খট্টরের বিষয়ে জিজ্ঞাসা করা শাহিদকে। যার উত্তরে শাহিদ বলেন, ইশানকে কাজের জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনকে সব সময় পৃথক করে রাখা উচিত। না হলে ভবিষ্যতে ইশানকে সমস্যায় পড়তে হবে বলেও মনে করেন শাহিদ কাপুর।

Read More