ওয়েব ডেস্ক: একজন চলতি বছরেই তিন তিনটে বিগ হিট দিয়েছেন। অন্যজনের একটাই সিনেমা বলিউডের বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছে। একজন 'বলিউডের খিলাড়ি' অক্ষয় কুমার। অন্যজন 'বলিউডের সুলতান' সলমন খান। দুজনই দুজনের প্রশংসায় পঞ্চমুখ। এমনিতে সলমন কারোর তেমন একটা প্রশংসা করেন না, তবে যখন করেন তখন করেন 'দিলদার' ভাবেই। সলমন খান অক্ষয়ের প্রশংসা করে বলছেন, অক্ষয়ই 'আসল সুলতান'।
বলিউডে একই মরশুমে পরপর হিট সিনেমার হ্যাটট্রিক করেছেন 'বলিউডের খিলাড়ি' অক্ষয় কুমার। এই কারণেই সলমন নাকি অক্ষয়ের ঢালাও প্রশংসা করেছেন, মনে করছে বলিউডের একাংশ। আর সলমনের প্রশংসা শুনে থেমে থাকেননি অক্ষয়ও। বলছেন, 'সলমন দিলদার মানুষ'।