Home> বিনোদন
Advertisement

ক্যাটরিনা, সঙ্গীতা, স্নেহা, প্রাক্তন বান্ধবীদের নিয়ে রাতভর পার্টি সলমনের

বিরাট-অনুষ্কার মুম্বইয়ের রিসেপশনে পাপারাত্জির ক্যামেরার ফ্ল্যাশে সব সময়ই ছিলেন ক্যাটরিনা কাইফ। ‘সিমারিং’ গাউন পরে বিরুষ্কার রিসেপশনে যখন ক্যাটরিনা হাজির হন, তখন ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু, বিরুষ্কার রিসেপশনে হঠাতই উধাও হয়ে যান ক্যাটরিনা। সেই ঘটনা চোখে পড়ার পরই শুরু হয় জল্পনা। বিরুষ্কার রিসেপশন ছেড়ে কোথায় গেলেন ক্যাট, জানেন?

ক্যাটরিনা, সঙ্গীতা, স্নেহা, প্রাক্তন বান্ধবীদের নিয়ে রাতভর পার্টি সলমনের

নিজস্ব প্রতিবেদন : বিরাট-অনুষ্কার মুম্বইয়ের রিসেপশনে পাপারাত্জির ক্যামেরার ফ্ল্যাশে সব সময়ই ছিলেন ক্যাটরিনা কাইফ। ‘সিমারিং’ গাউন পরে বিরুষ্কার রিসেপশনে যখন ক্যাটরিনা হাজির হন, তখন ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু, বিরুষ্কার রিসেপশনে হঠাতই উধাও হয়ে যান ক্যাটরিনা। সেই ঘটনা চোখে পড়ার পরই শুরু হয় জল্পনা। বিরুষ্কার রিসেপশন ছেড়ে কোথায় গেলেন ক্যাট, জানেন?

আরও পড়ুন : অনুষ্কাকে সঙ্গে নিয়েই বিরাটের রিসেপশনে নাচলেন শাহরুখ, দেখুন ভিডিও

জানা যায়, বিরাট-অনুষ্কার রিসেপশনের পর সোজা সলমন খানের ফার্ম হাউজে হাজির হন ক্যাটরিনা। ‘ভাইজান’-এর ৫২তম জন্মদিন বলে কথা। তাই, বিরুষ্কার রিসেপশন ছেড়ে সলমনের পানভেল ফার্ম হাউজে হাজির হন ক্যাটরিনা কাইফ। সেখানেই চলে রাতভর পার্টি। তবে শুধু কি ক্যাটরিনা? সলমনের জন্মদিনের পার্টিতে হাজির হন মহেন্দ্র সিং ধোনিও। বিরুষ্কার রিসেপশনের পর সলমনের ফার্ম হাউজে সোজা হাজির হন এম এস ধোনি।

fallbacks

তবে শুধু কি ক্যাটরিনা, এম এস ধোনি, সলমন খানের জন্মদিনের পার্টিতে হাজির হন তাঁর প্রাক্তন বান্ধবীরা। সেই তালিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি, স্নেহা উলালও। ‘ভাইজান’-এর ফার্ম হাউজে দেখা যায় মৌনি রায়, করিশ্মা তান্না, আথিয়া শেঠি, আরবাজ খান, সোহেল খান, অনিল কাপুরদেরও।

Read More