Home> বিনোদন
Advertisement

৫৪য় পা, ভাগ্নে আহিলকে নিয়েই জন্মদিনের কেক কাটলেন সলমন

আদরের ভাগ্নে আহিলকে কোলে নিয়েই কেক কাটতে দেখা যায় সল্লুকে।

৫৪য় পা, ভাগ্নে আহিলকে নিয়েই জন্মদিনের কেক কাটলেন সলমন

নিজস্ব প্রতিবেদন: ৫৪ তে পা দিলেন বলিউডের ভাইজান। সল্লুর জন্মদিনে সেলিব্রেশন হবে না তা কি হয়? জন্মদিনের সকালে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে মিলেই কেক কাটলেন অভিনেতা। আদরের ভাগ্নে আহিলকে কোলে নিয়েই কেক কাটতে দেখা যায় সল্লুকে।

শুক্রবার সলমনের জন্য আনা হয়েছিল 4 Storey Cake। বাবা সেলিম খান, মা সলমা খান, হেলেন (সেলিম খানের আরেক স্ত্রী) ও বোন অর্পিতা, বান্ধবী লুলিয়া ভান্তুর, দেহরক্ষী শেরা সহ পরিবারের অন্যান্যদের উপস্থিতিেই কেক কাটা হয়। আদরের ভাগ্নে আহিলের হাত ধরে, তাকে দিয়েই কেক কাটান সলমন। 

আরও পড়ুন-আত্মঘাতী বলিউড অভিনেতা কুশল পঞ্জাবী, মুম্বইয়ের ফ্ল্যাটে উদ্ধার দেহ, স্ত্রীর বিচ্ছেদের দাবিতেই আত্মহত্যা?

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

এদিন সংবাদমাধ্যমের জন্যও একটি কেক কাটতে দেখা যায় সলমনকে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

সলমনের জন্মদিন উপলক্ষে তাঁর ভাই সোহেল খান একটি জন্মদিন পার্টিরও আয়োজন করেন। যেখানে উপস্থিত ছিলেন খোদ শাহরুখ খান, সোনাক্ষী সিনহা, ক্যাটরিনা কাইফ, ডেইজি শাহ, আলি আব্বাস জাফর, ববি দেওল,  সহ বলিউডের বহু তারকা। পুলকিত সম্রাট, কৃতি খারবন্দা সহ অন্যান্যরা। 

আরও পড়ুন-তুরস্কে নুসরত-নিখিলের ৪ দিনের ডেস্টিনেশন ওয়েডিংয়ের সম্পূর্ণ ভিডিয়ো দেখেছেন?

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত সম্প্রতি সলমন-সোনাক্ষী অভিনীত ছবি Dabangg-3। যেটি দাবাং এর অন্যান্যা পার্টগুলির মতোই বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে। 

আরও পড়ুন-ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়ে নতুনভাবে জুটি বাঁধছেন পল্লবী-প্রসেনজিৎব্যাপারটা কী?

Read More