Home> বিনোদন
Advertisement

জন্মদিনে সলমনকে জড়িয়ে ধরে চুম্বন করলেন ইউলিয়া

সলমনের জন্মদিনের অনুষ্ঠানের পরই বোন অর্পিতা খান শর্মাকে হাসপাতালে ভর্তি করা হয় খান পরিবারের তরফে

জন্মদিনে সলমনকে জড়িয়ে ধরে চুম্বন করলেন ইউলিয়া

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ৫৪-তে পড়লেন (Salman Khan) সলমন খান৷ সোহেল খানের ব্যান্দ্রার ফ্ল্যাটেই সলমন খানের জন্মদিনের আয়োজন করা হয়৷ সোহেলের বাড়িতে জন্মদিনের পার্টিতে হাজির হয়ে বোন অর্পিতা খান শর্মা এবং বান্ধবী (Iulia Vantur) ইউলিয়া ভনতুরকে পাশে নিয়ে কেক কাটেন সলমন খান৷ সেই পার্টিতেই সলমনকে জড়িয়ে ধরে চুম্বন করতে দেখা যায় ইউলিয়াকে৷ সলমন খান এবং ইউলিয়া ভনতুরের ফ্যান পেজের তরফে সেই ভিডিয়ো শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে৷

আরও পড়ুন : ভাঙচুর করে সম্পত্তি নষ্ট করবেন না, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুললেন অক্ষয়

সম্প্রতি মুক্তি পায় সলমন খানের দাবাং থ্রি৷ এই সিনেমায় সোনাক্ষী সিনহা, সাই মঞ্জরেকর এবং কিচা সুদীপের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সলমন৷ (Dabangg 3) দাবাং থ্রি (Bollywood) বলিউডে সেভাবে ব্যবসা না করলেও, সলমন ভক্তদের মধ্যে এই সিনেমা নিয়ে যথেষ্ঠ উচ্ছ্বাস চোখে পড়ে৷ এদিকে দাবাং থ্রি-র পর আপাতত রাধের শ্যুটিং শুরু করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন সলমন খান৷ এই সিনেমায় সলমেনর বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে৷

 

Read More