Home> বিনোদন
Advertisement

কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, সলমনের বান্ধবীদের তালিকাটা দেখেছেন!

কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, সলমনের বান্ধবীদের তালিকাটা দেখেছেন!

ওয়েব ডেস্ক: বলিউডের ভাইজান তিনিl সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বর্য রাই কিংবা ক্যাটরিনা কাইফ কিংবা হালফিলের ইউলিয়া ভানটুর, সলমনের জীবনে বান্ধবীর তালিকাটা কিন্তু বেশ বড় l কখনও ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা, আবার কখনও ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর ব্রেক আপের পর ফের নতুন করে সম্পর্কের রসায়ন নিয়েও জল্পনা চড়েছেl সবকিছু মিলিয়ে বলিউড ভাইজানের জীবন নিয়ে কিন্তু ভক্তদেরও আগ্রহের অন্ত নেইl কিন্তু জানেন কি, এ পর্যন্ত কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সলমন খান?

মনে করতে পারছেন না তা? ভাবছেন, কার নামটা আগে মনে করবেন আর কার নামটা পরে? পাকিস্তানের সোমি আলির সঙ্গে যেমন সম্পর্কে জড়িয়েছেন সলমন, তেমনি রোমানিয়ান মডেল ইউলিয়া ভানটুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউডের ভাইজান l ইউলিয়ার সঙ্গে গাটছঁড়া বাঁধবেন সলমন খান, এমন গুঞ্জন শোনা যাচ্ছে মাঝে মধ্যেইl যদিও সে বিষয়ে এখনও মুখে রা কাটেননি সলমন খান l

দেখুন কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সলমন..

সলমন খান-সঙ্গীতা বিজলানি..

fallbacks

সলমন খান-সোমি আলি..

সলমন খান-ঐশ্বর্য রাই..

fallbacks

সলমন খান-স্নেহা উলাল..

সলমন খান-ক্যাটরিনা কাইফ..

fallbacks

সলমন খান-জারিন খান..

সলমন খান-ডেইজি শা..

fallbacks

সলমন খান-ইউলিয়া ভানটুর..

Read More