Home> বিনোদন
Advertisement

বৃষ্টির মধ্যে জঙ্গল পেরিয়ে সলমনকে অনুসরণ করে কোথায় চললেন নিরাপত্তা রক্ষী শেরা!

ভাইরাল হয়ে যায় ভিডিয়ো 

বৃষ্টির মধ্যে জঙ্গল পেরিয়ে সলমনকে অনুসরণ করে কোথায় চললেন নিরাপত্তা রক্ষী শেরা!

নিজস্ব প্রতিবেদন: ​লকডাউনের শুরু থেকে পানভেলের বাগান বাড়িতেই রয়েছেন সলমন খান। সেখানে থেকেই জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে মিউজিক ভিডিয়োর শ্যুট করেন সল্লু।  লকডাউন কিছুটা শিথিল হওয়ার পরই পানভেলের বাগান বাড়ি ছাড়েন জ্যাকি।  প্রায় ৩ মাস পানভেলে থেকে সেখান থেকে মুম্বইতে ফিরে যান অভিনেত্রী। 

আরও পড়ুন : এক টুকরো সাদা কাপড় জড়িয়ে ছুটে বেড়াচ্ছেন সৈকতে, ভাইরাল বিপাশা বসুর ছবি

জ্যাকলিন ফিরে গেলেও পানভেলের বাগান বাড়িতে সলমনের সঙ্গে রয়েছেন তাঁর বিশেষ বান্ধবী ইউলিয়া ভন্তর। রয়েছেন সলমনের নিরাপত্তা রক্ষী শেরা। যিনি প্রায় সব সময় ছায়ার মতো সলমনকে অনুসরণ করেন। এবার বর্ষার মরশুমে পানভেলের বাগান বাড়ি থেকে বেরিয়ে পড়তে দেখা গলে সলমন খানকে। সঙ্গে ইউলিয়া, শেরা-রা। সলমন খানকে 'মাই মালিক' বলে ভিডিয়ো শেয়ার করেন শেরা।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

অন্যদিকে সলমনের সঙ্গে পানভেলের স্থানীয় জায়গা ঘুরে বেড়ানোর একাধিক ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন অভিনেতার রোমানিয়ান বান্ধবী।  নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইউলিয়া সেই ছবি প্রকাশ করতেই সলমনের ভক্তরা যেন মোহিত হয়ে পড়েন।  বলিউড ভাইজানের ভক্তদের কমেন্ট একের পর এক করে উঠে আসতে শুরু করে সামাজিক মাধ্যমে। 

Read More