Home> বিনোদন
Advertisement

গজরাচ্ছে সলমনের ‘টাইগার’

মুক্তির ৭ দিনের মধ্যেই রেকর্ড ভাঙতে শুরু করে সলমন খানের 'টাইগার জিন্দা হ্যায়'। মুক্তির ৭ দিনের মধ্যে ২০০ কোটির ক্লাবে ঢোকার পর এবার ৩০০-র দিকে ছুটছে পরিচালক আলি আব্বাস জাফরের সিনেমা।

গজরাচ্ছে সলমনের ‘টাইগার’

ওয়েব ডেস্ক : মুক্তির ৭ দিনের মধ্যেই রেকর্ড ভাঙতে শুরু করে সলমন খানের 'টাইগার জিন্দা হ্যায়'। মুক্তির ৭ দিনের মধ্যে ২০০ কোটির ক্লাবে ঢোকার পর এবার ৩০০-র দিকে ছুটছে পরিচালক আলি আব্বাস জাফরের সিনেমা।

বি টাউনের খবর, বছরের প্রথম দিনেই ২৭২.৭৯ কোটির ব্যবসা করেছে সলমন খান-ক্যাটরিনা কাইফের সিনেমা। আর কয়েক দিনের মধ্যেই টাইগার জিন্দা হ্যায় ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলেই মনে করছে বি টাউনের বিভিন্ন মহল। ইতিমধ্যেই বিষয়টি টুইট করে জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তবে বক্স অফিসে সাফল্য পেলেও কবে ‘সাকসেস পার্টি’ হবে টাইগার জিন্দা হ্যায়-র সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন : এক্স বয়ফ্রেন্ড শাহিদের মুখোমুখি করিনা, তারপর..

২০১২ সালে মুক্তি পায় ‘এক থা টাইগার’। ওই সময় বক্স অফিসে সাফল্যও পায় সিনেমা। ‘এক থা টাইগার’ মুক্তির কয়েক বছর পর তার সিক্যুয়েলে হাত দেন আলি আব্বাস জাফর। টাইগার জিন্দা হ্যায়-র মুক্তির এক সপ্তাহের মধ্যে ২০০ কোটি পার করে ৩০০ কোটির দিকে এগিয়ে এবার নতুন মাইলস্টোনের পথে সলমন-ক্যাটরিনার সিনেমা।

 

Read More