জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যোধপুরে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় ৫ বছরের জেল হয় সলমান খানের। বিগ বস ওটিটি সিজন ২-তে এসে সেই জেল জীবনের কথা টেনে আনলেন সল্লু মিঞা। কখনও কখনও বাথরুমও স্মৃতিচারনার বিষয় হয়ে উঠতে পারে তা দেখিয়ে দিলেন সলমান।
বিগ বসে পূজা ভাট কীভাবে তাঁর বাথরুম সাফ রাখেন সেই কথা বিগ বসের ফিনালেতে বলতে গিয়ে সলমান বলেন, কোনও কাজই ছোট বা বড় হয় না। যখন জেল বা বোর্ডিং স্কুলের হস্টেলে ছিলাম তখন আমাকেও টয়লেট সাফ করতে হতো। সিজন ২-তে বিগ বসের বাথরুম যেমন সাফসুতরো তেমন আগে দেখা যায়নি।
আরও পড়ুন-স্বপ্নদীপের মৃত্যুর পেছনে র্যাগিং! প্রাথমিক তদন্তে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
বিগ বস ওটিটি সিজন ২ এ এবার জয়ী হলেন হরিয়ানার ইউটিউবার এলভিস যাদব। দ্বিতীয় স্থান পেলেন অভিষেক মালহান। এলভিস পেলেন ২৫ লাখ টাকা। ফাইনালের আগে অনলাইন ভোটিংয়ে এগিয়ে ছিলেন এলভিসই। এবার যে তিন ফাইনালিস্ট ছিলেন তারা হলেন, এলভিস যাদব, অভিষেক মালহান ও মণীষা রানি। রেবিকা ধ্রুব ও পূজা ভাট আগেই বেরিয়ে যান। এবার অন্যান্য যার লড়াইয়ে ছিলেন তারা হলেন, আকাঙ্খা পুরী, সাইরাস ব্রোচ, জাদ হাদিদ, আলিয়া সিদ্দিকি, পুণিত সুপারস্টার, ফলক নাজ, অবিনাশ সচদেব, পলক পুরসয়ানি, জিয়া শঙ্কর আশিকা ভাটিয়া।